যতটা দেখছেন ততটা খারাপ নয় বাংলাদেশ দল : অধিনায়ক

যতটা দেখছেন ততটা খারাপ নয় বাংলাদেশ দল : অধিনায়ক

ওয়েলিংটন টেস্টেও ইনিংস পরাজয় সঙ্গী হলো বাংলাদেশের। বৃষ্টিবিঘ্নিত তিন দিনের ম্যাচটি আড়াই দিনের কম সময়ে হেরে বসল বাংলাদেশ। এর আগে হ্যামিল্টন টেস্টেও একই পরিণতি বরণ করতে হয়েছে। দুই টেস্টেই শর্ট বলের সামনে ভেঙে পড়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়েছে। দ্বিতীয় ম্যাচটি তো স্রেফ ধৈর্য্যের অভাবে হেরেছে। কিন্তু বাংলাদেশ দলকে এতটা খারাপ মানতে রাজী নন। এর চেয়ে ভালো পারফর্মেন্স করার যোগ্যতা আছে ক্রিকেটারদের। ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডর কাছে ইনিংস ও ১২ রানে হারার পর অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, 'অবশ্যই আমরা খুবই হতাশ। আরও অনেক ভালো করা উচিত ছিল। আমরা এর চেয়ে ভালো দল। জানা ছিল, এই উইকেটে বোলারদের জন্য সহায়তা থাকবে। আমাদের উচিত ছিল আরও বেশি নিবেদন দেখানো। সামনের ম্যাচে এসবের সঙ্গে যতটা বেশি সম্ভব মানিয়ে নিতে হবে আমাদের।' আজ ম্যাচের শেষ দিনে ৬৭ রান করেছেন মাহমুদউল্লাহ। তিনি মনে করেন সতীর্থদের আরও লড়াই করা উচিত ছিল। সেইসঙ্গে ডাবল সেঞ্চুরিয়ান রস টেইলরের ক্যাচ ফেলার আক্ষেপটাও পোড়াচ্ছে তাকে, 'আমি ক্যাচ ছাড়লাম, এক বল পরই আরেকটা ক্যাচ পড়ল। ক্যাচগুলো নিতে পারলে হয়তো অন্যরকম কিছু হতে পারত। বোলাররা আরও আত্মবিশ্বাসী থাকত। ওই ভুলগুলি শোধরাতে হবে আমাদের।'
সংবাদ সম্মেলন করতে সরফরাজকে বাধা! পূর্ববর্তী

সংবাদ সম্মেলন করতে সরফরাজকে বাধা!

আড়াই দিনেই ইনিংস হার বাংলাদেশের পরবর্তী

আড়াই দিনেই ইনিংস হার বাংলাদেশের

কমেন্ট