যতদিন দুর্নীতি থাকবে, ততদিন এ অভিযান পরিচালিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যতদিন দুর্নীতি থাকবে, ততদিন এ অভিযান পরিচালিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক দুর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যতদিন দুর্নীতি থাকবে, ততদিন এ অভিযান পরিচালিত হবে। এ সময় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে অতি দ্রুত চার্জশিট দাখিল করা হবে বলেও জানান তিনি। আজ শনিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ‘সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার এগিয়ে চলছে’ শীর্ষক ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। চলমান অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এ অভিযান দুর্নীতির বিরুদ্ধে। সুতরাং যতদিন দুর্নীতি থাকবে, ততদিন এ অভিযান পরিচালিত হবে। প্রধানমন্ত্রী যেখানেই দুর্নীতি, অন্যায়, অবিচার দেখেছেন, সেখানেই ব্যবস্থা গ্রহণ করেছেন। দুর্নীতিবিরোধী এ অভিযানে তিনি কাউকে ছাড় দিচ্ছেন না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা গত টার্মে জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি। জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ নির্মূল হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। ছায়া সংসদীয় এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ও বিরোধীদলের ভূমিকায় ছিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এতে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি জয়ী হয়।
যথাসময়ে দুই অঙ্গসংগঠনের সম্মেলন, আসবে নতুন মুখ: ওবায়দুল কাদের পূর্ববর্তী

যথাসময়ে দুই অঙ্গসংগঠনের সম্মেলন, আসবে নতুন মুখ: ওবায়দুল কাদের

প্রতিটি শিশুর জীবন যেন অর্থবহ হয় এটাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী পরবর্তী

প্রতিটি শিশুর জীবন যেন অর্থবহ হয় এটাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

কমেন্ট