যত তাড়াতাড়ি সম্ভব করোনার টিকা আনার চেষ্টা চলছে : পররাষ্ট্রমন্ত্রী

যত তাড়াতাড়ি সম্ভব করোনার টিকা আনার চেষ্টা চলছে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘৩০ লাখ টিকা চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকেও ৪০ লাখ টিকা চাওয়া হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব, টিকা আনার চেষ্টা চলছে।’ আজ বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশকে টিকা দিতে মার্কিন দূতাবাস সর্বোচ্চ চেষ্টা করবে। যুক্তরাষ্ট্র অন্যান্য সরঞ্জাম দিচ্ছে।’ এ ব্যাপারে তারা আন্তরিক বলেও জানিয়েছেন তিনি। এর আগে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেছিলেন, ‘ঈদুল ফিতরের আগেই টিকা সরবরাহ করতে চীন সরকার কাজ শুরু করেছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সম্প্রতি জানিয়েছেন, ঈদের আগেই ঢাকায় টিকা আসা শুরু করবে।’ অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নির্দিষ্ট করে জানিয়েছেন যে, আগামী ১০ মে চীনের টিকা আসবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ও চীন ও রাশিয়ার সঙ্গে সংযোগ স্থাপন করবে—এমনটি উল্লেখ করে ড. মোমেন বলেন, ‘কখন এবং কত ডোজ টিকা কীভাবে আসবে তা স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। তারা জানে কখন এটা আমাদের দরকার।’ টিকা পেতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অর্ডারের ভিত্তিতে টিকা উৎপাদন হওয়ায় কিছু সময় লাগবে।’ এর আগে গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘দেশের মানুষকে আমরা অনুরোধ করব, নিজেকে সুরক্ষিত রাখতে হবে, অন্যকেও সুরক্ষিত করতে হবে। আমরা টিকা দিচ্ছি এবং টিকা আরও নিয়ে আসছি। যত টাকা লাগুক আরও টিকা নিয়ে আসব। আমরা এ দেশের মানুষের কাছে টিকা পৌঁছে দেব। কিন্তু আপনাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষার যেসব নির্দেশনাগুলো আমরা দিচ্ছি, সেটা দয়া করে আপনারা মেনে চলবেন।’ এদিকে, বাণিজ্যিকভাবে বিক্রি ছাড়াও চীন পাঁচ লাখ ডোজ টিকা উপহার হিসেবে বাংলাদেশকে সরবরাহ করবে বলেও জানা গেছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনার চিঠি পূর্ববর্তী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনার চিঠি

দেশবাসীকে জীবনের ঝুঁকি নিয়ে ঈদে বাড়ি না যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পরবর্তী

দেশবাসীকে জীবনের ঝুঁকি নিয়ে ঈদে বাড়ি না যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কমেন্ট