যশোর বোর্ডের আইসিটির প্রশ্নপত্রে ভুল, পরীক্ষা বাতিল

যশোর বোর্ডের আইসিটির প্রশ্নপত্রে ভুল, পরীক্ষা বাতিল

বিজি প্রেসের মুদ্রণজনিত ত্রুটির কারণে যশোর বোর্ডের অধীন এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষা বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার এ পরীক্ষার দিন ছিল। পরীক্ষার নৈর্ব্যক্তিক অংশের প্রশ্নপত্র বিতরণের পর এই ত্রুটি ধরা পড়ে। এরপর বোর্ড কর্তৃপক্ষ নৈর্ব্যক্তিক অংশের পরীক্ষা বাতিলের ঘোষণা দেয়। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানিয়েছেন, যশোর বোর্ডের আইসিটি বিষয়ের নৈর্ব্যক্তিক পরীক্ষা বাতিল করা হয়েছে। বিজি প্রেসের মুদ্রণজনিত ত্রুটির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই পরীক্ষার বিষয়ে পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীরা জানায়, আইসিটি বিষয়ের নৈর্ব্যক্তিক পরীক্ষার প্রশ্নপত্র প্রদানের পর তারা দেখতে পায় প্রশ্নে আইসিটি বিষয়ের পাশাপাশি ক্যারিয়ার শিক্ষার প্রশ্নও রয়েছে। বিষয়টি তারা হল পরীক্ষকদের জানায়। এরপর বিষয়টি বোর্ড কর্তৃপক্ষের নজরে এলে পরীক্ষা বাতিল করা হয়।
খুলনায় পুলিশের অভিযানে মাদক বিক্রেতাসহ গ্রেপ্তার ৯৩ পূর্ববর্তী

খুলনায় পুলিশের অভিযানে মাদক বিক্রেতাসহ গ্রেপ্তার ৯৩

চট্টগ্রামে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩ পরবর্তী

চট্টগ্রামে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

কমেন্ট