যানজট নিরসনে গাজীপুরে ৭ শতাধিক কমিউনিটি পুলিশ

যানজট নিরসনে গাজীপুরে ৭ শতাধিক কমিউনিটি পুলিশ

পবিত্র রমজানে গাজীপুরে যানজট নিরসন ও মানুষের যাত্রা নিরাপদ করতে মহাসড়কগুলোতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবে সাত শতাধিক কমিউনিটি পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা মোড় এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন গাজীপুরের পুলিশ সুপার মুহাম্মদ হারুন অর রশীদ। পুলিশ সুপার বলেন, রমজান মাস উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে সালনা এবং কালিয়াকৈর-কড্ডা-ভুলতা সড়কের (ঢাকা বাইপাস) চন্দ্রা থেকে মীরের বাজার পর্যন্ত মহাসড়কের পাশে যানবাহনের কোনো পার্কিং থাকবে না, অবৈধ দোকানপাট বসতে দেওয়া হবে না। এ ছাড়া জেলার বিপণিবিতানগুলোর নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, কমিউনিটি পুলিশের সুলতান উদ্দিন সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় পুলিশ সদস্যদের তৎপরতায় তাৎক্ষণিকভাবে চান্দনা চৌরাস্তা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে অবৈধ ভাসমান দোকান ও গাড়ি পার্কিং উচ্ছেদ করা হয়।
বাসের ধাক্কায় আহত পুলিশ সদস্যের মৃত্যু পূর্ববর্তী

বাসের ধাক্কায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ পরবর্তী

বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

কমেন্ট