যারা দুর্নীতি ও সন্ত্রাস করবে তাদের সবার বিচার হবে: প্রধানমন্ত্রী

যারা দুর্নীতি ও সন্ত্রাস করবে তাদের সবার বিচার হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি দেশকে দুর্নীতির আখড়া বানিয়েছিল, যারা দুর্নীতি করবে, সন্ত্রাস করবে তাদের সবার বিচার হবে। ইটালি সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় সন্ধ্যায় রোমে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা সভায় তিনি বলেন, নিজের ভাগ্য গড়তে নয় দেশের মানুষের সেবা করতে তিনি ক্ষমতায় এসেছেন। ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট গর্ভনিং কাউন্সিল সভায় যোগদান শেষে ইটালি আওয়ামী লীগের আয়োজনে সভায় তিনি বলেন, বাংলাদেশকে ধাপে ধাপে উন্নয়নের পথে এগিয়ে নিতে চান। প্রধানমন্ত্রী বলেন, দুটি দেশ অর্থনীতিতে উন্নতি করেছে তার মধ্যে অন্যতম বাংলাদেশ। সে সময় দেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা বলেন প্রধানমন্ত্রী। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা আওয়ামী লীগ নেতা কর্মী ও প্রবাসীরা সংবর্ধনা সভায় ছিলেন। ইটালি সফর শেষে আগামীকাল প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ এখন অনেক নিরাপদ: আইজিপি পূর্ববর্তী

বাংলাদেশ এখন অনেক নিরাপদ: আইজিপি

ভেবেছিলাম মুক্ত জীবনে ফিরব, কিন্তু সেটা আর হলো না: রাষ্ট্রপতি পরবর্তী

ভেবেছিলাম মুক্ত জীবনে ফিরব, কিন্তু সেটা আর হলো না: রাষ্ট্রপতি

কমেন্ট