যুক্তরাজ্য ও কানাডায় সালমানের ‘দাবাং’ ট্যুর

যুক্তরাজ্য ও কানাডায় সালমানের ‘দাবাং’ ট্যুর

কয়েকদিন আগেই বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে দুই রাত কারাবাসের পর জামিন পেয়েছিলেন সালমান খান। তবে জামিন পেলেও বিদেশ যাওয়ার অনুমতি ছিল না তাঁর। তাই গত পরশু মঙ্গলবার বিদেশে যাওয়ার অনুমতির জন্য আদালতে আবেদন করেছিলেন সালমান। আদালত সে আবেদন মঞ্জুর করে সালমানকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেন। তবে সে আবেদনে জায়গার নাম থাকলেও যাওয়ার কোনো কারণ উল্লেখ ছিল না। অবশেষে জানা গেছে সেই কারণ। জুমটিভির খবরে প্রকাশ, সালমানের আসন্ন দাবাং ট্যুরের জন্য দেশের বাইরে যাওয়ার আবেদন করেছিলেন। আবেদনপত্রে উল্লেখ করা সময় এবং স্থানগুলোতেই হতে যাচ্ছে সালমানের দাবাং ট্যুর। জুনের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে থাকছে দাবাং ট্যুরের আয়োজন। ২২ জুন আটলান্টা শহর দিয়ে শুরু হবে যুক্তরাষ্ট্রের দাবাং ট্যুর। পর্যায়ক্রমে ২৩ জুন শিকাগোতে, ২৯ জুন ডালাসে, ৩০ জুন সান জোসে, ১ জুলাই কানাডিয়ান শহর ভ্যানকুবের, ৬ জুলাই ওয়াশিংটন ডিসি, ৭ জুলাই নিউ জার্সি, ৮ জুলাই টরোন্টোতে গিয়ে শেষ হবে এবারের দাবাং ট্যুর। এরইমধ্যে লন্ডন, হংকং, অকল্যান্ড, মেলবোর্নের মতো বড় বড় শহরে দাবাং ট্যুর আয়োজন করা হয়েছে। এবারে দাবাং ট্যুরে অংশ নিচ্ছে একঝাঁক বলিউড তারকা। যাদের মধ্যে সালমান ছাড়াও রয়েছেন ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্দেজ, প্রভুদেবা, ডেইজি শাহ্‌ ও মণীষ পল।
ফের বাবা হচ্ছেন জানালেন শহিদ পূর্ববর্তী

ফের বাবা হচ্ছেন জানালেন শহিদ

কী হচ্ছে আনুশকার জন্মদিনে? পরবর্তী

কী হচ্ছে আনুশকার জন্মদিনে?

কমেন্ট