যুক্তরাজ্য সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। আজ শুক্রবার সকালে লন্ডনের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেছেন। ১৭ দিনের সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ৯টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট লন্ডনের উদ্দেশে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মাহবুব আলী ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। ফ্লাইটটির স্থানীয় সময় বিকেল ৩টা ৫৫ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানায়, ‘সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইউরোপে থাকা বাংলাদেশের দূতদের এক সম্মেলনে যোগ দেবেন।’ বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শে প্রধানমন্ত্রী লন্ডনে চোখের চিকিৎসা নেবেন বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী ৪ আগস্ট লন্ডন ত্যাগ করবেন এবং ৫ আগস্ট সকালে বাংলাদেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
সরল বিশ্বাস বলতে কী বুঝিয়েছেন, আমাকে জানতে হবে: সেতুমন্ত্রী পূর্ববর্তী

সরল বিশ্বাস বলতে কী বুঝিয়েছেন, আমাকে জানতে হবে: সেতুমন্ত্রী

যমুনা নদীর পানি দ্রুতগতিতে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর পরবর্তী

যমুনা নদীর পানি দ্রুতগতিতে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর

কমেন্ট