যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা গ্রহণযোগ্য নয়: মাহমুদ আব্বাস

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা গ্রহণযোগ্য নয়: মাহমুদ আব্বাস

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আলোচনায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা আর মেনে নেওয়ার পর্যায়ে নেই। তিনি আরও বলেন, ‍ওয়াশিংটন যে ব্যবহার করেছে তাতে আর তাদের মধ্যস্থতা গ্রহণযোগ্য নয়। সোমবার মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ ব্যাপারে মাহমুদ আব্বাস বলেন, রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমরা বলতে চাই, এখন থেকে শান্তি আলোচনায় যেকোনো ফর্মে যুক্তরাষ্ট্রের উপস্থিতি প্রত্যাখ্যান করছি, কারণ ওয়াশিংটনের মধ্যস্থতা আমরা মানি না।’ পাশাপাশি ফিলিস্তিনি প্রেসিডেন্ট শান্তি আলোচনায় অংশগ্রহণকারী দেশের সংখ্যা বৃদ্ধির কথাও বলেছেন। তিনি উদাহরণ দিয়ে বলেছেন, ইরানের পরমাণু ইস্যুতে যেমন আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আলোচনা হয়েছে এবং একটি চুক্তির মডেল স্থাপন করা হয়েছে, ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতেও একই ধরনের আলোচনা দরকার। উল্লেখ্য, ইসরাইল-ফিলিস্তিন বিষয়ক মার্কিন নীতি পরিবর্তন করে গত বছরের ৬ ডিসেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দেন। তখনই যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনের মধ্যকার সম্পর্কে ফাঁটল ধরে।
ফিলিপাইনে ঝড়ের আঘাতে ৪ জনের মৃত্যু পূর্ববর্তী

ফিলিপাইনে ঝড়ের আঘাতে ৪ জনের মৃত্যু

দোষারোপের পাশাপাশি ইসরাইলকে সতর্ক করলেন ট্রাম্প পরবর্তী

দোষারোপের পাশাপাশি ইসরাইলকে সতর্ক করলেন ট্রাম্প

কমেন্ট