যুক্তরাষ্ট্রে বাস স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় আটক ব্যক্তি বাংলাদেশের নাগরিক

যুক্তরাষ্ট্রে বাস স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় আটক ব্যক্তি বাংলাদেশের নাগরিক

নিউইয়র্কের টাইমস স্কয়ারের কাছে যুক্তরাষ্ট্রের সব থেকে বড় বাস স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় আটক ব্যক্তি বাংলাদেশের নাগরিক হিসেবে দাবি করেছে সিবিএস রেডিও। সোমবার সকালে সাতটা ১৯ মিনিটের ব্যস্ত সময়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে যাতে হামলাকারীসহ আরও দুইজন আহত হয়। সিবিএস রেডিও এর প্রতিবেদনে বলা হয়েছে, আটক হওয়া ব্যক্তির কাছে পাওয়া এক ফটো আইডিতে জানা গেছে তার নাম আকাইদ উল্লাহ। তার কাছ থেকে বিস্ফোরক দ্রব্যসহ বিস্ফোরণের ডিভাইস উদ্ধার করা হয়। তার বয়স ২০ বছর। জাতীয়তা বাংলাদেশী। ব্রুকলিনের বাসিন্দা তিনি। অসাবধনতার কারণে তার কাছে থাকা বোমা বিস্ফোরণ ঘটলে তিনি আহত হন এবং পাশের বেল্লেভু হাসাপাতালে যান। সেখান থেকে সহকর্মী সে গালাঘের এবং এন্থনি ম্যানফ্রেডিকে সঙ্গে নিয়ে পোর্ট অথরিটি পুলিশ অফিসার জ্যাক কলিন্স বন্দুক দিয়ে ঘিরে ধরে আকাইদকে গ্রেফতার করেন। বিস্ফোরণে ছোট ডিভাইসের ভিতর থেকে তার বেরিয়ে ছিল। পুলিশ ধারণা করছে ডিভাইসটিতে গোলযোগ সৃষ্টি হওয়ায় বোমার বিস্ফোরণ ঘটে। এটি কোন সংগঠিত সন্ত্রাসী হামলার অংশ বা নিছক দুর্ঘটনা কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
মোদিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: মনমোহন পূর্ববর্তী

মোদিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: মনমোহন

কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী পরবর্তী

কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী

কমেন্ট