যুক্তরাষ্ট্রে লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা

যুক্তরাষ্ট্রে লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা

বিশ্বজুড়ে চলছে করোনা তাণ্ডব। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। এরই মধ্যে গেল ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে নতুন ১৩১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। প্রাণঘাতী করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১১ হাজার মানুষ। ধীরে ধীরে ভীতিকর হচ্ছে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি। ইতালি ও যুক্তরাজ্যের পর যুক্তরাষ্ট্রও সেই ভয়াবহতার দিকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। একদিনে যুক্তরাষ্ট্রে ১৩১ জন মানুষ মারা গেছে যা সোমাবারে বিশ্বে চতুর্থ সর্বোচ্চ। একই সাথে নতুন করে ১১ হাজার মানুষের করোনায় আক্রান্তের সংখ্যা সোমবারে পৃথিবীর সর্বোচ্চ যা ইতালির দ্বিগুণ। আন্তজার্তিক গণমাধ্যম সিএনএন ও ওয়াল্ড ও মিটারের দেওয়া তথ্য মতে, করোনায় মৃতের সংখ্যার দিক দিয়ে পৃথিবীতে ষষ্ঠ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শুধুমাত্র নিউ ইয়র্কে মৃতের সংখ্যা ১৫৭। ওয়াল্ড ও মিটারের দেওয়া তথ্য অনুযায়ী রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৩২ হাজার ৩৫৬ জন। মৃতের সংখ্যা ৪১৪ জন। ২৪ ঘন্টার ব্যবধানে সোমবার মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৫ জন, আর করোনায় আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৪৪৯। এদিকে করোনার ওষুধ ক্লোরোকুইন খেয়ে মৃত্যু হয়েছে অ্যারিজোনা অঙ্গরাজ্যের এক ব্যক্তির। তবে একই ওষুধ খেয়ে বেঁচে আছেন তার স্ত্রী।
করোনা লড়াইয়ে কৃত্রিম বুদ্ধিমান রোবট ব্যবহার করছে চীন পূর্ববর্তী

করোনা লড়াইয়ে কৃত্রিম বুদ্ধিমান রোবট ব্যবহার করছে চীন

যুক্তরাষ্ট্রে সেনা মোতায়েন পরবর্তী

যুক্তরাষ্ট্রে সেনা মোতায়েন

কমেন্ট