যুদ্ধ অপরাধের দায়ে ট্রাম্পের বিচার হওয়া উচিত : জরিপ

যুদ্ধ অপরাধের দায়ে ট্রাম্পের বিচার হওয়া উচিত : জরিপ

যুক্তরাষ্ট্রের এক চতুর্থাংশের বেশি নাগরিক মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসিতে যুদ্ধ অপরাধের দায়ে বিচার হওয়া উচিত। অর্থাৎ গড়ে প্রতি চার জনের একজন তার বিচার চাইছেন। ইরানের ইসলামি গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস বাহিনীর সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার দায়ে এই বিচার হওয়া উচিত। বিজনেস ইনসাইডার পরিচালিত সাম্প্রতিক এক মতামত জরিপে এ তথ্য ওঠে এসেছে। এক হাজর ৮৩ জন মার্কিন নাগরিকের ওপর এই মতামত জরিপ চালানো হয়। ইরান ঘোষণা করেছে জেনারেল সোলাইমানিকে হত্যার দায়ে হেগের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ পেশ করবে তেহরান। ইরানের এই অভিযোগ তারা সমর্থন করেন কিনা সে প্রশ্ন কর হয় জরিপে অংশগ্রহণকারীদের। জরিপে অংশগ্রহণকারীদের ২৭ দশমিক চার শতাংশ ইরানের অভিযোগের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। ৩৪ দশমিক পাঁচ শতাংশ ভিন্নমত প্রকাশ করেছেন। এ ছাড়া, ২৪ দশমিক আট শতাংশ হ্যাঁ বা না কিছুই বলেননি। অন্যদিকে ১২ দশমিক দুই শতাংশ ‘আমি জানি না’ বলে মত প্রকাশ করেছেন। জেনারেল সোলাইমানিকে হত্যার দায়ে হেগের আদালতে মার্কিন সামরিক বাহিনী এবং সরকারের বিরুদ্ধে তেহরান মামলা করবে বলে ইরানের বিচার বিভাগের মুখপাত্রের ঘোষণাকে কেন্দ্র করে এই জরিপ চালানো হয়। অবশ্য আইসিসি’র এখতিয়ার স্বীকার করে না যুক্তরাষ্ট্র।
করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ পূর্ববর্তী

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৫৬

ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত ১১ জন পর্যবেক্ষণাধীন পরবর্তী

ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত ১১ জন পর্যবেক্ষণাধীন

কমেন্ট