যুব অলিম্পিক হকিতে জয় পেয়েছে বাংলাদেশ

যুব অলিম্পিক হকিতে জয় পেয়েছে বাংলাদেশ

টানা তিন ম্যাচ হারার পর যুব অলিম্পিক হকিতে জয় পেয়েছে বাংলাদেশ। আর্জেন্টিনায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বুধবার রাতে কানাডাকে ৫-২ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। এদিন বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন শিশির। একটি করে গোল আরশাদ, মেহেদী এবং সবুজের। বৃহস্পতিবার পুল ‘বি’তে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ কেনিয়া। বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ০-১০ গোলে হারে। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেও ৩-৪ ব্যবধানের হার হজম করতে হয়। তৃতীয় ম্যাচে অস্ট্রিয়া জিতেছিল ০-৩ গোলে। এবার যুব অলিম্পিকের হকিতে বাংলাদেশের খেলার কথা ছিল না। নিয়ম অনুযায়ী এশিয়ান অঞ্চল থেকে সেরা দুটি দলের মূল পর্বে খেলার কথা ছিল। বাংলাদেশ বাছাই পর্বে তৃতীয় হয়েছিল। শেষ মুহূর্তে আয়োজকরা নিয়ম পাল্টে তৃতীয় স্থানে থাকা দলকেও খেলার আমন্ত্রণ জানায়।
ইরাকের বিপক্ষে জয়ে ফিরল মেসিহীন আর্জেন্টিনা পূর্ববর্তী

ইরাকের বিপক্ষে জয়ে ফিরল মেসিহীন আর্জেন্টিনা

ধর্ষণের পর তার মুখ বন্ধ করতে গোপন চুক্তি ‘সম্পূর্ণ জাল’: রোনালদোর আইনজীবী পরবর্তী

ধর্ষণের পর তার মুখ বন্ধ করতে গোপন চুক্তি ‘সম্পূর্ণ জাল’: রোনালদোর আইনজীবী

কমেন্ট