যেকোন সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প তিনি নিজেই : ওবায়দুল কাদের

যেকোন সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প তিনি নিজেই : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংকট ও দুর্যোগে দূরদর্শিতার সঙ্গে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প তিনি নিজেই। ‌‌আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বিএসএমএমইউ শাখা আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যাঁরা দল করেন তাঁরা মনে রাখবেন দলে যদি ঐক্যকে গুরুত্ব না দেন, নিজেদের মধ্যে কলহ-কোন্দল থাকে তাহলে দুঃসময়ে প্রতিপক্ষ কোন্দলের ওপর আঘাত হানবে। এ দেশে কখন কী ঘটে বলা যায় না। চিরজীবন আমরা ক্ষমতায় থাকব এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাবেন না, আমরাও ভাবি না। চিরকাল কেউ ক্ষমতায় থাকে না। চোখের পলকে বাংলাদেশে ১৫ আগস্ট ঘটে গেছে। হঠাৎ করে ২১ আগস্ট। ক্ষমতায় থেকে যে যেখানে আছেন ক্ষমতার দাপট দেখাবেন না।’ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিভিন্ন হত্যাকাণ্ডের কথা তুলে বলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা বিচারবহির্ভূত হত্যার কথা বলেন তারা যেন নিজেদের চেহারা আয়নায় দেখে নেন।’ ওবায়দুল কাদের আরো বলেন, 'দেশে এখন প্রায় ৯০টির বেশি সেন্টারে কোভিড টেস্ট হচ্ছে। যার ফলে এরইমধ্যে নমুনা পরীক্ষায় সক্ষমতা অর্জিত হয়েছে। করোনার সংক্রমণ বর্তমানে ঊর্ধ্বমুখী না থাকলেও নিম্নমুখী বলা যাচ্ছে না। তাই স্বাস্থ্যবিধি মেনে চলতে কোনোভাবেই শৈথিল্য না দেখিয়ে আরো সতর্ক থাকতে হবে।' তিনি আরো বলেন, 'বর্তমান সরকার সেবাবান্ধব সরকার। প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক ছাড়াও জেলা পর্যায়ের হাসপাতালের সেবার সক্ষমতা বাড়ানো হয়েছে। প্রতিটি জেলায় আইসিইউ কমপ্লেক্সে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।' সরকার এরমধ্যে স্বাস্থ্য খাতসহ অন্যান্য খাতেও অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু করেছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর অবস্থান থেকেই এটা স্পষ্ট যে, অনিয়মের চর্চায় দলীয় পরিচয় কখনো রক্ষাকবচ হতে পারে না।' স্বাচিপ বিএসএমএমইউ শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. আবু নাসার রিজভীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, স্বাচিপের কেন্দ্রীয় সভাপতি ডা. এম ইকবাল আর্সলান, সাধারণ সম্পাদক ডা. এম এ আজিজ প্রমুখ।
'এইচএসসি পরীক্ষার বিকল্প মূল্যায়ন পদ্ধতির কথা ভাবছে সরকার' পূর্ববর্তী

'এইচএসসি পরীক্ষার বিকল্প মূল্যায়ন পদ্ধতির কথা ভাবছে সরকার'

দুর্গোৎসবে পূজা উদযাপনের ২৬ নির্দেশনা পরবর্তী

দুর্গোৎসবে পূজা উদযাপনের ২৬ নির্দেশনা

কমেন্ট