যে কারণে ভাইরাল সুইডেনের রাজা-রানির ছবি

যে কারণে ভাইরাল সুইডেনের রাজা-রানির ছবি

ভারতে ভ্রমণের এসেছেন সুইডেনের রাজা আর রানি। আজ সোমবার সকালেই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন সুইডের রাজা কার্ল গুস্তাফ (ষোড়শ) এবং রানি সিলভিয়া। দিল্লি বিমানবন্দরে রাজা-রানি নামার পরেই তাদের ছবি তুলে টুইটারে শেয়ার করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। আর মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই ছবি। কিন্তু কেন? শুধু কী সুইডেনের রাজা-রানি বলেই টুইটারে ভাইরাল হয়েছে কার্ল গুস্তাফ এবং সিলভিয়ার ছবি? বাস্তবে কারণটা মোটেও তা নয়। এয়ার ইন্ডিয়ার শেয়ার করা ওই ছবিতে দেখা গেছে নিজেদের লাগেজ নিজেরাই বহন করছেন কার্ল গুস্তাফ ও সিলভিয়া। রাজার হাতে ধরা রয়েছে ছোট একটা অ্যাটাচি। সঙ্গে রয়েছে একটা স্লিং ব্যাগও। রানির হাতেও রয়েছে তার হ্যান্ডব্যাগ। একটা দেশে রাজা এবং রানি আর পাঁচজন সাধারণ মানুষের মতোই নিজেদের ব্যাগ নিজেরাই বহন করছেন। সুইডেনের রাজা-রানির এমন আচরণই মুগ্ধ নেটিজেনদের। টুইটারে তাদের ছবি রিটুইট করে অনেকেই লেখেন, আপনাদের এই আচরণ সত্যিই অনুপ্রেরণা দেয়। কেউবা লেখেন, ভিআইপি মানুষ হয়েও কোনোরকম অতিরিক্ত সুযোগ সুবিধা নেননি তারা। তাদের দেখে আমাদের শেখা উচিত।
ধনে পাতা খেলে হতে পারে ৯টি মারাত্মক রোগও! পূর্ববর্তী

ধনে পাতা খেলে হতে পারে ৯টি মারাত্মক রোগও!

যে দেশে এইডস রোগী সবচেয়ে বেশি পরবর্তী

যে দেশে এইডস রোগী সবচেয়ে বেশি

কমেন্ট