যৌথ প্রযোজনার ছবি ‘নূর জাহান’ মুক্তি পেল শুক্রবার

যৌথ প্রযোজনার ছবি ‘নূর জাহান’ মুক্তি পেল শুক্রবার

যৌথ প্রযোজনার ছবি ‘নূর জাহান’ মুক্তি পেল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি)। ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি ঢাকাসহ দেশের ২১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এমনটাই জানিয়েছেন এর বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। অন্যান্য বারের তুলনায় জাজ থেকে নির্মিত ছবি কম সংখ্যক সিনেমা হলে মুক্তি দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে আবদুল আজিজ বলেন, ‘আমাদের ব্যবসায়ীক পলিসির কারণেই ২১টি হলে মুক্তি দিচ্ছি। আমরা চাইলে শতাধিক হলে মুক্তি দিতে পারতাম।’ তিনি বলেন, প্রথম সপ্তাহ মুখ্য কোনো বিষয় নয়। এর আগে আমরা ‘বাদশা’ সিনেমাটি মাত্র ৫০টি হলে মুক্তি দিয়েছিলাম। কিন্তু এরপর পর্যায়ক্রমে সব হলেই সিনেমাটি নিয়েছে। এতে আমরা ব্যাবসায়ীকভাবেও লাভবান হয়েছি। এবারো আমরা এই পলিসিতে এগুচ্ছি। ‘নূর জাহান’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হলো পূজার। এখানে পূজার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার নতুন নায়ক আদ্রিত। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশন। ‘নূর জাহান’ ছবির পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দু-দেশেই একযোগে মুক্তি দেয়া হয়েছে নূর জাহান। এই ছবিটি উৎসর্গ করা হয়েছে চট্টগ্রামের মাইজভান্ডারি ও মরমি গানের স্রষ্টা আব্দুল গফুর হালিকে। জেনে নিন দেশের যে সিনেমা হলে চলছে ‘নূর জাহান’: স্টার সিনেপ্লেক্স – বসুন্ধরা শপিং মল, ব্লকবাস্টার – যমুনা ফিউচার পার্ক, বলাকা – ঢাকা, শ্যামলী – ঢাকা, অভিসার – ঢাকা, রাজমনি – ঢাকা, রানীমহল – ডেমরা, নিউ মেট্রো – নারায়নগঞ্জ, বর্ষা – জয়দেবপুর, মনিহার – যশোর, ছায়াবানী – ময়মনসিংহ, সঙ্গীতা – খুলনা, লিবার্টি – খুলনা, সনিয়া – বগুড়া, শাপলা – রংপুর, মর্ডান – দিনাজপুর, হীরামনি – নেত্রকোনা, তাজ – নওগাঁ, রাজ – কুলিয়ারচর মিলন – মাদারীপুর, বর্নালী – শাহজাদপুর।
স্বল্প বসনায় সোশ্যাল মিডিয়ায় ফের উষ্ণতা আমিশার পূর্ববর্তী

স্বল্প বসনায় সোশ্যাল মিডিয়ায় ফের উষ্ণতা আমিশার

বর্ণবৈষম্যের বিরুদ্ধে সোচ্চার 'কৃষ্ণাঙ্গ মেরিল স্ট্রিপ' পরবর্তী

বর্ণবৈষম্যের বিরুদ্ধে সোচ্চার 'কৃষ্ণাঙ্গ মেরিল স্ট্রিপ'

কমেন্ট