রক্ত দিতে গিয়ে তিনি জানলেন- ‘বম্বে গ্রুপ’

রক্ত দিতে গিয়ে তিনি জানলেন- ‘বম্বে গ্রুপ’

সম্প্রতি রক্তদান করেছেন ভারতের বীরভূমের রাজনগর এলাকার এক ব্যক্তি। রক্ত দিতে গিয়ে তিনি জানতে পেরেছেন, তার রক্ত ‘বম্বে গ্রুপ’ এর। তার রক্ত বিরল ব্লাড গ্রুপের। আর সেটা গতকাল শনিবার চিহ্নিত করলেন সিউড়ি জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কর্মীরা। তাকে অযথা যেন বিব্রত হতে না হয়, সেজন্য ওই ব্যক্তির নাম গোপন রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে, সেখানে এই প্রথমবার ‘বম্বে গ্রুপে’র দাতা চিহ্নিত হওয়ায় খুশি স্বাস্থ্য কর্মকর্তারা। সিউড়ি হাসপাতাল সুপার শোভন দে বলছেন, জীবনে আরেকবার এমন ঘটনার সাক্ষী থাকতে পারব কি না, জানি না। তবে, এর কৃতিত্ব ব্লাড ব্যাঙ্কের দুই মেডিক্যাল টেকনোলজিস্ট আখতারুল আলম ও অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের। তিনি আরো বলেন, জেলা হাসপাতালে ওই রক্তের গ্রুপ নির্ণয় মোটেই সহজ নয়। ওই দু’জনের চেষ্টাতেই ওই রক্তদাতা যে বিরল ব্লাড গ্রুপের অধিকারী, সেটা তাকে জানানো গেল। এই গ্রুপের রক্তের জন্য কারো প্রাণ সংশয় ঘটলে তাকে তিনি রক্ত দিতে পারবেন।
যে গ্রামের মেয়েদের কেউ বিয়ে করতে চায় না পূর্ববর্তী

যে গ্রামের মেয়েদের কেউ বিয়ে করতে চায় না

ত্বকের বয়স ধরে রাখবে যে ফল পরবর্তী

ত্বকের বয়স ধরে রাখবে যে ফল

কমেন্ট