রাজধানীতে ডাবের পানি পান করে কর্মচারীর মৃত্যু

রাজধানীতে ডাবের পানি পান করে কর্মচারীর মৃত্যু

রাজধানীর নবাবপুরে ডাবের পানি পান করে অসুস্থ হয়ে রাজিব উদ্দিন মুরাদ (৩৫) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে মুরাদ ডাবের পানি পান করেন। এর পরই অসুস্থ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ওয়ারীর নবাবপুরে লিয়ান এন্টারপ্রাইজ নামে একটি হার্ডওয়ার দোকানের কর্মচারী ছিলেন। তিনি নাটোর সদর উপজেলার বিহারিপাড়ার মইন উদ্দিন শেখের ছেলে। দোকান মালিক হাজী নুরে আলম জানান, দোকানে ডিউটিতে থাকা অবস্থায় মুরাদ লোক দিয়ে একটি ডাব কিনে আনেন। দোকানে বসে পান করার সঙ্গে সঙ্গে তাঁর বমি হতে থাকে। সঙ্গে সঙ্গে মুরাদকে পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যার দিকে মুরাদের অবস্থার অবনতি হলে দ্রুত ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশে হিন্দির ভবিষ্যৎ উজ্জ্বল: শ্রিংলা পূর্ববর্তী

বাংলাদেশে হিন্দির ভবিষ্যৎ উজ্জ্বল: শ্রিংলা

শিক্ষিত স্বাবলম্বী নারীরাই ডিভোর্সের শীর্ষে পরবর্তী

শিক্ষিত স্বাবলম্বী নারীরাই ডিভোর্সের শীর্ষে

কমেন্ট