রাজধানী খিলক্ষেতে বন্দুকযুদ্ধ, 'মাদক ব্যবসায়ী' নিহত

রাজধানী খিলক্ষেতে বন্দুকযুদ্ধ, 'মাদক ব্যবসায়ী' নিহত

রাজধানীর খিলক্ষেত এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন (৩৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে। নিহত আনোয়ারের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে র‍্যাবের দাবি, তিনি মাদক ব্যবসায়ী ছিলেন। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমানের ভাষ্যমতে, ভোরে খিলক্ষেতের বড়ুয়া এলাকায় অভিযানে যায় র‍্যাবের একটি দল। এ সময় মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের দিকে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে আনোয়ার নিহত হন। এএসপি মিজানুর রহমান আরো বলেন, এ ঘটনায় র‌্যাব-১ এর একজন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে চারটি ওয়ান শুটার গান, ৩৪টি কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
লটারির টিকিট বিক্রির দায়ে ১৩ জনের কারাদণ্ড পূর্ববর্তী

লটারির টিকিট বিক্রির দায়ে ১৩ জনের কারাদণ্ড

সন্দেহভাজন এক নারীকে খুঁজছে পুলিশ,পুরস্কার ঘোষনা পরবর্তী

সন্দেহভাজন এক নারীকে খুঁজছে পুলিশ,পুরস্কার ঘোষনা

কমেন্ট