'রাজনৈতিক সংকট রোডম্যাপ দিয়ে সমাধান করা যাবে না'

'রাজনৈতিক সংকট রোডম্যাপ দিয়ে সমাধান করা যাবে না'

রাজনৈতিক সংকট রোডম্যাপ দিয়ে সমাধান করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার নয়াপল্টন বিএনপির দলীয় কার্যালয়ে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, রোডম্যাপ দিয়ে রাজনৈতিক সংকট সমাধান হবে না, এর সমাধান করতে হলে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। এই মুহূর্তে প্রয়োজন নির্বাচনকালীন সহায়ক সরকারের। মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন যে রোডম্যাপ দিয়েছে এটা বিষয় নয়। দেশের প্রধান সংকট হচ্ছে নির্বাচন কিভাবে হবে। সেখানে সরকারের অবস্থানটা কি হবে। সরকার কোন জায়গায় থাকবে? বিএনপি মহাসচিব বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সহায়ক সরকার প্রয়োজন। সেই সহায়ক সরকার গঠনের জন্য আলোচনার প্রয়োজন বলে আমরা মনে করি। সেই দিক থেকে রোডম্যাপ দেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল। উল্লেখ্য, নির্বাচনকেন্দ্রিক কর্মপরিকল্পনায় ৭টি করণীয় দিক ঠিক করে আজ রবিবার আনুষ্ঠানিকভাবে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন।
'ষড়যন্ত্র না করে রোডম্যাপ অনুসারে ইসিকে সহযোগিতা করুন' পূর্ববর্তী

'ষড়যন্ত্র না করে রোডম্যাপ অনুসারে ইসিকে সহযোগিতা করুন'

ইমরান সরকারকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ পরবর্তী

ইমরান সরকারকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ

কমেন্ট