রাজপথের আন্দোলন সামলাতে পুলিশের হাতে নতুন অস্ত্র

রাজপথের আন্দোলন সামলাতে পুলিশের হাতে নতুন অস্ত্র

ঢাকা মহানগর পুলিশ রাজপথের আন্দোলন সামলাতে নতুন এক অস্ত্রের ব্যবহার শুরু করেছে। আর সেই অস্ত্রের নাম ‘সাউন্ড স্টিমুলেটর’। তীক্ষ্ণ শব্দ তরঙ্গ সৃষ্টির মাধ্যমে আন্দোলনকারীদের সরে যেতে বাধ্য করাই সাউন্ড স্টিমুলেটরের কাজ। বাংলাদেশে হরতাল বা বিক্ষোভ মিছিল আর পুলিশের লাঠিপেটা, পাল্টাপাল্টি ধাওয়া, ইট-পাটকেল ছোড়াছুড়ি। তবে বৃহস্পতিবার বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার বাম দলগুলোর ডাকা আধাবেলা হরতালে শাহবাগ এলাকায় এই যন্ত্র ব্যবহার করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। এই শব্দযন্ত্র ব্যবহারের কারণ সম্পর্কে জানতে চাইলে রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, যাতে করে হরতালকরীদের কোনো বক্তব্য শোনা না যায় এবং তারা ওইখানে বসতে না পারে, সে জন্যই এ যন্ত্র ব্যবহার করা হয়েছে। যন্ত্রটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছ থেকে নিয়ে এসেছি।
ভাতিজার হাত ধরে চাচি উধাও! পূর্ববর্তী

ভাতিজার হাত ধরে চাচি উধাও!

কেন এই মাছের দাম ৮ লাখ টাকা? পরবর্তী

কেন এই মাছের দাম ৮ লাখ টাকা?

কমেন্ট