রাজা-ওয়ালারের রেকর্ড জুটি

রাজা-ওয়ালারের রেকর্ড জুটি

বিদেশের মাটিতে টেস্টে সপ্তম উইকেটে জিম্বাবুয়ের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েছেন সিকান্দার রাজা ও ম্যালকম ওয়ালার। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ১৪৪ রানের জুটি গড়েছেন রাজা-ওয়ালার। এই জুটি গড়ার পথেই রাজা তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। টেস্টের চতুর্থ দিন আজ ওয়ালার ৬৮ রান করে দিলরুয়ান পেরেরার বলে থারাঙ্গাকে ক্যাচ দিলে ভাঙে রেকর্ড জুটি। ৯৮ বলে ৮ চারে ৬৮ রানের ইনিংসটি সাজান ওয়ালার। বিদেশের মাটিতে টেস্টে সপ্তম উইকেটে জিম্বাবুয়ের আগের সর্বোচ্চ রানের জুটি ছিল গ্র্যান্ড ফ্লাওয়ার ও পল স্ট্রাংয়ের ১৩১ রান, ১৯৯৬ সালে শেখুপুরায় পাকিস্তানের বিপক্ষে। বিদেশে ও দেশে মিলিয়ে রেকর্ডরা অ্যান্ডি ব্লিগনাট ও হিথ স্ট্রিকের। ২০০১ সালে হারারেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সপ্তম উইকেট জুটিতে দুজন তুলেছিলেন ১৫৪ রান।
পিয়ংইয়ংকে সামরিক আলোচনার প্রস্তাব দিল দক্ষিণ কোরিয়া পূর্ববর্তী

পিয়ংইয়ংকে সামরিক আলোচনার প্রস্তাব দিল দক্ষিণ কোরিয়া

ছুটির মেজাজে আনুশকা-বিরাট পরবর্তী

ছুটির মেজাজে আনুশকা-বিরাট

কমেন্ট