২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন আবদুল হামিদ

২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন আবদুল হামিদ

দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করেছেন মো. আবদুল হামিদ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ কয়েকজন বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, আইন প্রণেতা, সিনিয়র রাজনীতিবিদ, সাংবাদিক, কূটনীতিক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। প্রার্থী একের বেশি না হলে সরাসরি নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। সে হিসেবে আবদুল হামিদের কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় চলতি বছর ৭ ফেব্রুয়ারি আবদুল হামিদকে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। আবদুল হামিদ এরআগে ২০১৩ সালের ২২ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত এবং ২৪ এপ্রিল শপথ গ্রহণ করেন। তার আগে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তিনি ২০১৩ সলের ১৪ মার্চ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। জিল্লুর রহমানের মৃত্যুর পর তিনি ২০১৩ সালের ২০ মার্চ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন। বাংলাদেশের আইনে এক ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকতে পারেন। ফলে এবার নির্বাচিত হওয়ায় এটাই আবদুল হামিদের শেষ মেয়াদ।
জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় থাকবে, কে থাকবে না: সেতুমন্ত্রী পূর্ববর্তী

জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় থাকবে, কে থাকবে না: সেতুমন্ত্রী

কবি বেলাল চৌধুরী মারা গেছেন পরবর্তী

কবি বেলাল চৌধুরী মারা গেছেন

কমেন্ট