রিজার্ভ চুরির ঘটনায় মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৯ আগস্ট

রিজার্ভ চুরির ঘটনায় মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৯ আগস্ট

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় মুদ্রা পাচার ও তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ২৯ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেছে আদালত। আজ বৃহস্পতিবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এ দিন মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ জন্য ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সুইফট সিস্টেম ব্যবহার করে ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রায় ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এ অর্থের একটি বড় অংশ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) মাধ্যমে ফিলিপাইনে চলে যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির হিসাব ও বাজেট শাখার যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা বাদী হয়ে একটি মামলা করেন।
অন্যান্য ঋণের সুদ কমলেও ক্রেডিট কার্ডের কমে না পূর্ববর্তী

অন্যান্য ঋণের সুদ কমলেও ক্রেডিট কার্ডের কমে না

অর্থনৈতিক করিডোর নির্মাণ সহায়তায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এডিবি পরবর্তী

অর্থনৈতিক করিডোর নির্মাণ সহায়তায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এডিবি

কমেন্ট