রেকর্ড গড়ে শীর্ষে ফিরলেন ফেদেরার

রেকর্ড গড়ে শীর্ষে ফিরলেন ফেদেরার

রাফায়েল নাদালকে হটিয়ে আবারও র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন সুইস টেনিস তারকা রজার ফেদেরার। রটারডাম ওপেনের কোয়ার্টার ফাইনালে রবিন হ্যাসকে হারিয়ে সবচেয়ে বেশি বয়সে এক নম্বর আসনটি দখল করেন এই টেনিস কিংবদন্তি। এর আগে, সবচেয়ে বেশি বয়সে শীর্ষে উঠার রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের আন্দ্রে আগাসির। তিনি ৩৩ বছর বয়সে ১৩১ দিন এক নম্বর তারকা হিসেবে নিজের অবস্থান ধরে রাখেন। যদিও রটারডাম ওপেনে কোয়ার্টারে উঠার পথটি সহজ ছিল না রেকর্ড ২০ গ্রান্ডস্লাম বিজয়ী ফেদারার। কারণ এদিন প্রথম সেটে হেরে কিছুটা বিমর্ষ হয়ে পড়েছিলেন তিনি। অবশ্য পরের দুই সেটে দাপুটে জয় নিয়ে শেষ আটে পৌঁছনোর পাশাপাশি ৫ বছরের বেশি সময় পর আবারও শীর্ষে ফিরলেন এই সুইস তারকা। প্রসঙ্গত, টেনিসের ইতিহাসে সর্বোচ্চ ৩০৩ সপ্তাহ টানা নাম্বার ওয়ান থাকার রেকর্ড এখনও রজার ফেদেরারের। ২০০৩ সালে প্রায় ১৫ বছর আগে তিনি প্রথমবার শীর্ষে উঠেন।
নিজের অবসর নিয়ে মুখ খুললেন কোহলি পূর্ববর্তী

নিজের অবসর নিয়ে মুখ খুললেন কোহলি

এবার প্রিয়ার চোখের ইশারায় লুঙ্গি ঘায়েল পরবর্তী

এবার প্রিয়ার চোখের ইশারায় লুঙ্গি ঘায়েল

কমেন্ট