রোনালদোকে ছাড়াই জিতল পর্তুগাল

রোনালদোকে ছাড়াই জিতল পর্তুগাল

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো। দলের গুরুত্বপূর্ণ তারকাকে রেখেই সুইডেনের মুখোমুখি হয়েছে পর্তুগাল। শুধু তাই নয়, রোনালদোকে ছাড়াই সুইডেনের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে পর্তুগিজরা। লিসবনে গতকাল বুধবার দিবাগত রাতে উয়েফা নেশনস লেভেলের ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল। জোড়া গোল করেন জোতা, অন্যটি সিলভা। এর আগে দুদলের প্রথম দেখায় সুইডেনকে ২-০ গোলে হারিয়েছিল ফার্নান্দো সান্তোসের দল। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। সমান ১০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে সবার ওপরে আছে পর্তুগাল। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ক্রোয়াটরা। চারে থাকা সুইডেনের পয়েন্ট শূন্য। সুইডেনের বিপক্ষে ম্যাচে অধিনায়কের অনুপস্থিতি একেবারেই বুঝতে দেননি সতীর্থরা। ম্যাচের ২১ মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। সতীর্থের পাস ধরে ডি-বক্সে বল পেয়ে যান জোতা। সিলভাকে বল বাড়ান জোতা। ফাঁকায় বল পেয়ে অনায়াসে জালে পাঠান ম্যানচেস্টার সিটির তারকা সিলভা। ৪৪ মিনিটে জালের দেখা পান জোতা। দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন জোতা। ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি। বাঁ-দিক দিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। ফলে ৩-০ গোলের জয় নিশ্চিত হয় পর্তুগালের। দিনের আরেক ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। দলের হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও আন্তোনিও গ্রিজম্যান। এর আগে দুদলের প্রথম দেখায় ৪-২ গোলে জিতেছিল দিদিয়ের দেশমের দল। রাশিয়া বিশ্বকাপের ফাইনালেও একই ব্যবধানে জিতেছিল তারা।
আকাশই তোমার সীমানা, নেইমারকে রোনালদো পূর্ববর্তী

আকাশই তোমার সীমানা, নেইমারকে রোনালদো

ওয়াইড বলে রিভিউ চান কোহলি পরবর্তী

ওয়াইড বলে রিভিউ চান কোহলি

কমেন্ট