রোনালদোকে ছাড়াই দিবালার নৈপুণ্যে বড় জয় পেয়েছে জুভেন্টাস

রোনালদোকে ছাড়াই দিবালার নৈপুণ্যে বড় জয় পেয়েছে জুভেন্টাস

পাওলো দিবালার দারুণ নৈপুণ্যে ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াই বড় জয় পেয়েছে জুভেন্টাস। উদিনেসকে উড়িয়ে জায়গা করে নিল কোপা ইতালিয়ার কোয়ার্টার-ফাইনালে। আলিয়াঞ্জ স্টেডিয়ামে বুধবার রাতে উদিনেসকে ৪-০ গোলে হারায় তারা। দলের জয়ে দিবালা করেন দুই গোল, একটি করে হিগুয়াইন ও দগলাস কস্তা। ম্যাচের ১৬ মিনিটে গোলের সুযোগও পেয়ে যায় জুভেন্টাস। দিবালার পাস থেকে জুভদের এগিয়ে দেন হিগুয়েন। ২৫ মিনিটে পেনাল্টি পায় তুরিনের বুড়িরা। পরের মিনিটে স্পট কিক থেকে গোল করতে কোনো ভুল করেননি দিবালা। ২-০ গোলে প্রথমার্ধ শেষ করে সারির দল। বিরতি থেকে ফিরে আরও বেশি ভয়ংকর হয়ে ওঠে জুভেন্টাস। দুর্দান্ত খেলতে থাকা দিবালা ৫৭ মিনিটে ফের তুরিন সমর্থকদের আনন্দে ভাসান। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বলটি এগিয়ে দেন আরেক আর্জেন্টাইন হিগুয়েন। ৬০ মিনিটে আবারও পেনাল্টি পায় জুভেন্টাস। স্পট কিকটি নিলে হ্যাটট্রিক করতে পারতেন দিবালা। তবে ২৬ বছর বয়সী ফরোয়ার্ড এবার গোলের সুযোগ করে দেন কস্তাকে। ৬২ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার জুভদের ব্যবধানটা ৪-০ করে দেন। অবশ্য ম্যাচের বাকি সময় আর কোনো গোলের দেখা পায়নি সারির দল।
এবার কে হবেন- সাকিবের উত্তরসূরী? পূর্ববর্তী

এবার কে হবেন- সাকিবের উত্তরসূরী?

২ বছর পর কোর্টে নেমেই জয়ী সানিয়া মির্জা পরবর্তী

২ বছর পর কোর্টে নেমেই জয়ী সানিয়া মির্জা

কমেন্ট