রোনালদোদের মাঠে দারুণ এক রেকর্ড গড়া নেইমার

রোনালদোদের মাঠে দারুণ এক রেকর্ড গড়া নেইমার

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে রোনালদোদের মাঠে আসার আগে মেসিকে ছাপিয়ে যাওয়া ফর্মে ফুটছেন নেইমার। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ম্যাচপ্রতি যত পাস খেলছেন যত গোল করছেন তাতে শুধু মেসি নন, বুট তুলে রাখা অনেক কিংবদন্তিরও হিংসা হতে পারে। বুধবার বাংলাদেশ সময় রাত ১.৪৫ মিনিটে প্যারিসের জায়ান্টদের নিজ মাঠে আতিথ্য দেবে লস ব্লাঙ্কোসরা। রোনালদোদের বিপক্ষে মাঠে নামার আগে দারুণ একটি রেকর্ড গড়া হয়ে গেছে নেইমারের। চলতি সপ্তায় তুলজের বিপক্ষে ম্যাচে ১৩৭টি পাস দিয়েছেন। লিগ ওয়ান তো বটেই ২০০৬-০৭ সালের পর ইউরোপের সেরা পাঁচ লিগে এক খেলোয়াড়ের পায়ে এত পাস দেখেনি আর কোনো ম্যাচ। গোলেও মেসির থেকে এগিয়ে নেইমার। পিএসজির জার্সি গায়ে ৪৪ গোলে সরাসরি অবদান আছে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের। নিজে করেছেন ২৮টি, করিয়েছেন ১৬টি। আর বার্সা মহাতারকা মেসি চলতি মৌসুমে অবদান রেখেছেন ৪১টি গোলে। ২৭টি গোলের সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৪টি। যে দলের বিপক্ষে পরের রাউন্ড নিশ্চিত করার লড়াইয়ে নামবেন নেইমার, সেই রিয়ালকে জড়িয়েই তাকে নিয়ে শোনা যাচ্ছে কানাঘুষা। সামনের মৌসুমেই নাকি পাড়ি জমাতে পারেন মাদ্রিদে। রিয়ালে যোগ দেবেন কিনা সে ভাবনা আপাতত ভবিষ্যতের জন্য তুলে রাখতে হচ্ছে নেইমারকে। মাঠের খেলায় সর্বোচ্চ ১২ বারের ইউরোপ সেরাদের বিপক্ষে নিজেকে কতটুকু প্রমাণ করতে পারেন সেটা জানার জন্য অপেক্ষা কেবল একদিন।
বার্সায় মেসিকে চাপমুক্ত থাকার পরামর্শ আর্জেন্টিনার পূর্ববর্তী

বার্সায় মেসিকে চাপমুক্ত থাকার পরামর্শ আর্জেন্টিনার

চাহালের পেশাদারিত্বের অভাব রয়েছে: গাভাস্কার পরবর্তী

চাহালের পেশাদারিত্বের অভাব রয়েছে: গাভাস্কার

কমেন্ট