রোনালদোর জন্য হিগুয়েইনকে দলছাড়া করেছে জুভেন্টাস!

রোনালদোর জন্য হিগুয়েইনকে দলছাড়া করেছে জুভেন্টাস!

এসি মিলানের হয়ে ধারে খেলছেন আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। সম্প্রতি তুরিনের ক্লাব জুভেন্টাস থেকে এসি মিলানে এসেছেন তিনি। তবে এই তারকা মুখ খুলেছেন হঠাৎ দলবদলের ব্যাপারে। জানিয়েছেন, পর্তুগিজ এবং সাবেক রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে আনতেই নাকি ঘাড় ধাক্কা দিয়ে তাঁকে দল থেকে বের করে দিয়েছে জুভেন্টাস! প্রায় ৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২০১৬ সালে নাপোলি থেকে জুভেন্টাসে যোগদান করেন হিগুয়েইন। ক্লাবের হয়ে দুই মৌসুমের সিরি-এ’-তে ৪০টি গোল করেন তিনি। তবে চ্যাম্পিয়নস লিগে আশানুরূপ ফল এনে দিতে পারেননি হিগুয়েইন। অন্যদিকে মৌসুমের শুরুতেই জুভেন্টাস নজর দিয়েছিল রোনালদোর দিকে। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী এই তারকাকে দলে এনে শক্তি বৃদ্ধি করতে চেয়েছিল দলটি। তাই দুইয়ে দুইয়ে চার মেলাতেই হিগুয়েইনকে এসি মিলানে ধারে খেলতে পাঠানো হয়েছে, যেখানে তিনি এই মৌসুমের শেষে চুক্তিবদ্ধ হতে পারেন। জুভেন্টাস ছেড়ে যাওয়ার ইচ্ছা কখনই ছিল না হিগুয়েইনের। একরকম জোর করেই জানিয়েছেন, দল থেকে বের করে দেওয়া ছাড়া আর কোনো বিষয়ে রাগ নেই তাঁর। গ্যাজেতা দেল্লো স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বলেন, ‘তারা আমার সঙ্গে অনেক ভালো ব্যবহার করেছে, সতীর্থ এবং সমর্থকদের অনেক ভালোবাসা পেয়েছি আমি। তাই বিষয়টি আবেগিক। আমি ছেড়ে যেতে চাইনি। সবাই বলছে, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। মিলানেও আমি অনেক ভালোবাসা পেয়েছি এবং তারা আমাকে সাদরে গ্রহণ করেছে। কোথাও কিছু ঠিক হচ্ছিল না বলে আমার মনে হয়েছে এবং তারা রোনালদোকে নিয়েছে। তাই তাদের ছেড়ে আসার সিদ্ধান্ত আমার ছিল না। আমি জুভেন্টাসকে আমার সবটুকু দিয়েছি, কয়েকটি টুর্নামেন্টে জিতিয়েছি। ক্রিস্টিয়ানো আসার পর তারা ভালো কিছু খেলা চাইছিল। তাই তারা আমাকে জানিয়েছিল, আমি দলে আর থাকতে পারব না এবং সমাধান হিসেবে মিলানে আমাকে পাঠানো হয়েছে।’ জুভেন্টাসে ক্রিস্টিয়ানোকে নেওয়ার জন্য বলির পাঁঠা হিসেবে হিগুয়েইনকে মিলানে পাঠানো হয়েছে বলেই মন্তব্য করেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে দলের হয়ে এখনো খুব একটা জ্বলে উঠতে পারেননি রোনালদো। সব মিলিয়ে জুভেন্টাসের পাল্লা বেশি ভারী নাকি হিগুয়েইনের, সেটি সময়ই বলে দেবে।
এবার সমালোচনার শিকার ফুটবলার বোল্ট! পূর্ববর্তী

এবার সমালোচনার শিকার ফুটবলার বোল্ট!

পেসারদের দাপট, একাই লড়লেন মাসাকাদজা পরবর্তী

পেসারদের দাপট, একাই লড়লেন মাসাকাদজা

কমেন্ট