রোনালদোর জোড়া গোলে রক্ষা পেল জুভেন্টাস

রোনালদোর জোড়া গোলে রক্ষা পেল জুভেন্টাস

সেরি আ-তে নতুন মৌসুমে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়েই হারতে বসেছিল জুভেন্টাস। রোমার বিপক্ষে দুবার পিছিয়ে পড়ে হেরেই যাচ্ছিল শিরোপাধারীরা। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে শেষ পর্যন্ত রক্ষা পেল তুরিনের ক্লাব। পর্তুগিজ তারকার কল্যাণে প্রতিপক্ষের মাঠ থেকে ড্র নিয়ে ফিরেছে জুভেন্টাস। গতকাল রোববার রাতের ম্যাচটিতে রোমার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে জুভেন্টাস। রোমার হয়ে দুটি গোল করেন জর্ডান ভেরেতু। এদিন পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে পরীক্ষায় ফেলতে পারেনি জুভেন্টাস; বরং জুভেন্টাসের চেয়ে আক্রমণে ধার ছিল রোমার। পুরো ম্যাচে ১১ বার তুরিনের গোল পোস্টে শট নেয় রোমা, যার মধ্যে পাঁচটিই ছিল লক্ষ্যে যাওয়ার মতো। আক্রমণ-পাল্টা আক্রমণে ৩১ মিনিটে এগিয়ে যায় রোমা। ফরাসি মিডফিল্ডারের শটে ডি-বক্সে আদ্রিওর হাতে লাগলে পেনাল্টি পায় রোমা। পেনাল্টি থেকে সফল স্পট কিক নেন জর্ডান ভেরেতু। জুভেন্টাসকে ৪৪ মিনিটে সমতায় ফেরান রোনালদো। পর্তুগিজ এই ফরোয়ার্ডের শট ডি-বক্সে লরেন্সো পেল্লেগ্রিনির হাতে লাগলে পেনাল্টি পায় জুভেন্টাস। পেনাল্টি থেকে সফল স্পট কিকে সমতায় ফেরান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। অবশ্য বেশিক্ষণ সমতায় থাকতে পারেনি জুভেন্টাস। দুই মিনিটের ব্যবধানে রোমাকে আবারও এগিয়ে নেন জর্ডান। একপর্যায়ে হারের শঙ্কা পড়ে যায় তুরিনের ক্লাবটি। বিরতির পর ৭৯ মিনিটে জুভেন্টাস শিবিরে স্বস্তি ফেরান রোনালদো। ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে স্কোরলাইন ২-২ করেন পর্তুগিজ তারকা। শেষের দিকে আর গোল না এলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।
সুপার ওভারের রোমাঞ্চে মুম্বাইকে হারাল কোহলির বেঙ্গালুরু পূর্ববর্তী

সুপার ওভারের রোমাঞ্চে মুম্বাইকে হারাল কোহলির বেঙ্গালুরু

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি ঘোষণা পরবর্তী

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি ঘোষণা

কমেন্ট