রোম চলচ্চিত্র উৎসব শুরু

রোম চলচ্চিত্র উৎসব শুরু

করোনা মহামারী সত্ত্বেও রোম চলচ্চিত্র উৎসব বৃহস্পতিবার শুরু হয়েছে। এক জাজম্যানের স্বপ্ন নিয়ে নির্মিত পিক্সার অ্যানিমেশন ছবি ‘সোল’ প্রদর্শনের মধ্য দিয়ে রোম চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। গত মাসে অনুষ্ঠিত বিশ্বখ্যাত ভেনিস চলচ্চিত্র উৎসবের মতো থিয়েটার হলের প্রবেশ মুখে থার্মাল স্ক্যানার বসানো হয়েছে দর্শকদের তাপমাত্রা পরিমাপের জন্য। পাশাপাশি দর্শকদের অবশ্যই মাস্ক পরতে হবে এবং খুবই কম দর্শকদের জন্য অনুমতি দেয়া হবে। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে। উৎসবের পরিচালক আন্তোনিও মন্দা দৈনিক ইল মেসাগগ্রেরোর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, সব কিছুর চেয়ে সবার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ইতালির সংস্কৃতিমন্ত্রী দারিও ফ্রান্সেসিনি যোগ দেন এবং ইতালিয়ান অভিনেতাদের অভিনীত ‘সোল’ চলচ্চিত্র প্রদর্শিত হয়। গত সপ্তাহে লন্ডন চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়েছিল। ১৫তম এই রোম চলচ্চিত্র উৎসব ২৫ অক্টোবর শেষ হবে।
তিন অভিনেত্রীর ভিডিও ভাইরাল! পূর্ববর্তী

তিন অভিনেত্রীর ভিডিও ভাইরাল!

ক্যানসারকেও জয় করে ফিরে আসব: সঞ্জয় দত্ত পরবর্তী

ক্যানসারকেও জয় করে ফিরে আসব: সঞ্জয় দত্ত

কমেন্ট