রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে : প্রধানমন্ত্রী

মিয়ানমার থেকে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীদের কারণে কক্সবাজারের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ঢাকা মিটিং অব দ্য গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন’ শিরোনামে আয়োজিত জলবায়ু অভিযোজন বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন মন্তব্য করেন। ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য এই এলাকার প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়েছে, কারণ তাঁদের জন্য বসতি নির্মাণের জন্য বন এবং পাহাড় উজাড় হয়ে যাচ্ছে,’ বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ চায় যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের তাঁদের নিজ দেশে ফেরত পাঠাতে; রোহিঙ্গারা যত দ্রুত ফিরে যাবে বাংলাদেশের জন্য ততই ভালো। তিনি আরো বলেন, তাঁদের বিপদের সময় মানবিক বিবেচনায় মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছিল। এই বিশাল জনগোষ্ঠীর বাড়তি চাপ এখন বাংলাদেশের কাঁধে।
সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত পূর্ববর্তী

সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

শিশু নির্যাতন ও ধর্ষণের মামলায় জামিন না দেওয়ার অনুরোধ আইনমন্ত্রীর পরবর্তী

শিশু নির্যাতন ও ধর্ষণের মামলায় জামিন না দেওয়ার অনুরোধ আইনমন্ত্রীর

কমেন্ট