রোহিঙ্গা সংকট মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকায় প্রধানমন্ত্রীর প্রশংসা

রোহিঙ্গা সংকট মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকায় প্রধানমন্ত্রীর প্রশংসা

আত্মবিশ্বাস নিয়ে দেশসেবায় নিয়োজিত হতে সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাভার সেনানিবাসে কোর অব মিলিটারি সেন্টার এন্ড স্কুলকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে রোহিঙ্গা সংকট মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। রোহিঙ্গাদের নিরাপদে ফেরত পাঠাতে মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক আলোচনা চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে সারাবিশ্ব আমাদের পাশে দাঁড়িয়েছে। প্রতিবেশির প্রতি খেয়াল রেখে ৬-৭ লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি আমরা। বাংলাদেশের পররাষ্ট্র নীতি ‘সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরীতা নয়’ সেভাবেই এগিয়ে চলেছি আমরা। দ্বিপাক্ষিক অালোচনা চালাচ্ছি মিয়ানমারের সাথে। যাতে করে তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যায়। জাতির পিতার নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে। দেশের অর্থনীতির ভিত্তি অরও মজবুত হবে।
রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশ-মিয়ানমার সমঝোতা স্মারক সই পূর্ববর্তী

রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশ-মিয়ানমার সমঝোতা স্মারক সই

৭ মার্চের ভাষণ: ২৫ নভেম্বর দেশজুড়ে উৎসব-উদযাপন পরবর্তী

৭ মার্চের ভাষণ: ২৫ নভেম্বর দেশজুড়ে উৎসব-উদযাপন

কমেন্ট