রোহিত শর্মাকে নিয়ে বিসিসিআইয়ের নাটক!

রোহিত শর্মাকে নিয়ে বিসিসিআইয়ের নাটক!

আইপিএলের মাঝ পথে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় রোহিত শর্মাকে বাদ দিয়েই অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। চোট কাটিয়ে খেলায় ফিরে ফাইনালে ৬৮ রানের ইনিংস খেলে দলকে পঞ্চম শিরোপা উপহার দেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তার পর থেকেই রোহিত শর্মাকে অস্ট্রেলিয়া সফরে পাঠানোর জন্য জোর দাবি তুলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটাররা। কঠোর সমালোচনার মুখে রোহিতকে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে রাখতে বাধ্য হয় বিসিসিআই। কিন্তু এখন আবার শোনা যাচ্ছে অস্ট্রেলিয়া সফরে গেলেও রোহিত শর্মা খেলতে পারবেন না। ক্রিকেটের জনপ্রিয় ওয়েসবাইট ক্রিকইনফো সূত্রে জানা যায়, পুরোপুরি ফিট হতে এখনও দুই থেকে চার সপ্তাহ সময় লাগবে রোহিত শর্মার। বেঙ্গালুরুতে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে চলছিল রোহিত শর্মা ও ইশান্ত শর্মার পুনর্বাসন প্রক্রিয়া। সেখানে তারা জৈব সুরক্ষাবলয়ের মধ্যে না থাকায় অস্ট্রেলিয়ায় গিয়ে সরাসরি অনুশীলনের সুযোগ পাবেন না। দুই সপ্তাহ থাকতে হবে কোয়ারেন্টিনে। রোহিত অস্ট্রেলিয়ায় যেতে পারেন ৮ ডিসেম্বর। এরপর কোয়ারেন্টিন পর্ব শেষে ম্যাচ ফিটনেসের জন্য দুই সপ্তাহ অনুশীলন করতে হবে। সব মিলিয়ে ৭ জানুয়ারি শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টের আগে তাকে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। ভারতের জন্য যা অনেক বড় ধাক্কা। প্রথম টেস্টের পর থাকবেন না অধিনায়ক বিরাট কোহলি। তখন রোহিতের কাঁধেই থাকবে বড় দায়িত্ব। কিন্তু নতুন বাস্তবতায় দলের মূল দুই ব্যাটসম্যানকে ছাড়াই দ্বিতীয় টেস্ট খেলতে হবে ভারতকে।
কিংবদন্তি ম্যারাডোনা মারা গেছেন পূর্ববর্তী

কিংবদন্তি ম্যারাডোনা মারা গেছেন

চ্যাম্পিয়ন্স লিগে বিদায়ের ঝুঁকিতে রিয়াল ও ইন্টার মিলান পরবর্তী

চ্যাম্পিয়ন্স লিগে বিদায়ের ঝুঁকিতে রিয়াল ও ইন্টার মিলান

কমেন্ট