র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে টেকনাফের কেরুনতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়মনসিংহের কোতোয়ালি এলাকার মো. আব্দুল হাকিমের ছেলে আশিক জাহাঙ্গীর কুদরত (৩২) ও টোলাবড় মসজিদ নারায়ণগঞ্জ এলাকার আব্দুল বারেকের ছেলে মো. আরিফ হোসেন (৩০)। র‌্যাব টেকনাফ অফিসের লেফটেন্যান্ট মির্জা সাহেদ জানান, ভোরে কেরুনতলী এলাকায় র‌্যাবের চেকপোস্টের সামনে কক্সবাজারমুখী একটি ট্রাককে সিগনাল দিলে ট্রাক থেকে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ওই ট্রাকটির নিচ থেকে দুটি মরদেহ, এক লাখ পিস ইয়াবা, দুটি দেশিয় তৈরি বন্দুক, আটটি গুলি উদ্ধার করা হয়। এ সময় আরও দুই-তিনজন পালিয়ে যান। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, বন্দুকযুদ্ধের সময় তাদের গুলিতে এই দুইজন নিহত হয়েছেন। পরে তাদের মাদকবিক্রেতা হিসেবে শনাক্ত করা হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় টেকনাফ থানায় পৃথক তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ব্যারিস্টার রফিকুলের তিন বছরের কারাদণ্ড পূর্ববর্তী

ব্যারিস্টার রফিকুলের তিন বছরের কারাদণ্ড

রামপুরায় ‘পরকীয়ার জেরে গৃহবধূ খুন’ পরবর্তী

রামপুরায় ‘পরকীয়ার জেরে গৃহবধূ খুন’

কমেন্ট