র‍্যাপ কনসার্টে দুর্ঘটনায় নারীসহ নিহত ৫

র‍্যাপ কনসার্টে দুর্ঘটনায় নারীসহ নিহত ৫

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে র‌্যাপ কনসার্টে পদদলিত হয়ে নারীসহ অন্তত পাঁচজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। নিহত পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুই নারী ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, দেশটির বিখ্যাত র‍্যাপার সুলকিং-এর একটি র‌্যাপ কনসার্টে অংশ নিতে হাজার হাজার মানুষের চাপে স্টেডিয়ামের একটি প্রবেশদ্বার ভেঙে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। রাজধানী আলজিয়ার্সের ওই স্টেডিয়ামে ধারণক্ষমতা থেকে অধিক মানুষ ছিল, যা দুর্ঘটনার জন্য দায়ী বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। ওই র‌্যাপ কনসার্টে আবদাররাউফ ডেরাদজি, যিনি সুলকিং নামে সুপরিচিত, অংশ নিয়েছিল। আলজেরিয়ান টিভিতে সরাসরি এই অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছিল। দুর্ঘটনায় আহত ২১ জন হাসপাতালে চিকিৎসাধীন বলে মেডিকেল সূত্র স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে। কনসার্টে উপস্থিত থাকা সাংবাদিক লিন্ডা চাহবাহ বিবিসিকে বলেন, ‘শুরু থেকেই দেখে মনে হচ্ছিল কিছু একটা ভুল হচ্ছে। এই স্টেডিয়ামের তুলনায় অনেক বেশি অনেক লোক ছিল। সেখানে লোকেরা জায়গা নিয়ে ঝামেলা করছিলেন। কনসার্টে এত লোক ছিল যে, আমি দুর্ঘটনার ঘটনায় অবাক হইনি।’
এখন আমাকে মাশুল দিতে হচ্ছে পূর্ববর্তী

এখন আমাকে মাশুল দিতে হচ্ছে

ময়দানে নামতে প্রস্তুত কীর্তি পরবর্তী

ময়দানে নামতে প্রস্তুত কীর্তি

কমেন্ট