লংগদুতে আরো এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

লংগদুতে আরো এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

রাঙামাটির লংগদুতে আরও এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা জানান, ‘জেলা সিভিল সার্জন অফিসসূত্রে কিছুক্ষন আগে জানানো হয়েছে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরও এক স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্ত স্বাস্থ্যকর্মী ফার্মাসিস্ট হিসেবে কর্মরত আছেন। তবে তার শরীরে কোনো উপসর্গ নেই।’ এদিকে প্রথমবার শনাক্ত হওয়া নারায়ণগঞ্জ ফেরত শ্রমিক দম্পতির দ্বিতীয় পরীক্ষায় ফলাফল নেগেটিভ হওয়ায় তাদের কোয়ারেন্টিন থেকে ছেড়ে দেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাইনুল আবেদীন জানান, ‘ লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা শনাক্ত হওয়া দুই কর্মীকে নিজ নিজ বাড়ীতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের বাড়ীগুলোকে লকডাউন করা হয়েছে। এ ছাড়াও লংগদুতে নারায়ণগঞ্জ ও গাজীপুর ফেরত চার শতাধিক শ্রমিকের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন প্রায় শেষের দিকে। ইতোমধ্যে যাদের ১৪ দিন পার হয়েছে তাদের বাড়ীতে পাঠানো হয়েছে।’
ঘূর্ণিঝড়ে জয়পুরহাটে ৪০ গ্রাম লণ্ডভণ্ড, নিহত ৪ পূর্ববর্তী

ঘূর্ণিঝড়ে জয়পুরহাটে ৪০ গ্রাম লণ্ডভণ্ড, নিহত ৪

চাঁদরাতে আগুনে নিঃস্ব হলো অটোচালকের পরিবার পরবর্তী

চাঁদরাতে আগুনে নিঃস্ব হলো অটোচালকের পরিবার

কমেন্ট