লটারির টিকিট বিক্রির দায়ে ১৩ জনের কারাদণ্ড

লটারির টিকিট বিক্রির দায়ে ১৩ জনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মেলায় দৈনিক আলোর ভুবন র‌্যাফেল ড্রর নামে অবৈধ লটারি পরিচালনা ও টিকিট বিক্রির অপরাধে ১৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে আসামিদের ভ্রাম্যমাণ আদালতে বিচারের জন্য আনা হলে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন- তানোরের মির্জাপুর এলাকার বৌদ্ধনাথ চক্রবর্তীর ছেলে নির্মল চক্রবর্তী (৪৮), একই উপজেলার বানিয়াল এলাকার আতাউর রহমানের ছেলে মো. স্বপন আলী (২২), গঙ্গারামপুর এলাকার মুকুলের ছেলে হাবিব (১৬), নাচোলের মৃত ইয়াসিনের ছেলে সাইফুল ইসলাম (৩০), বলদি পাড়ার সদর আলীর ছেলে আনোয়ার হোসেন (২৩), বানিয়াল এলাকার মৃত সয়বুরের ছেলে মো. মামুন রশিদ (২৫), গঙ্গারামপুরের কামরুল ইসলামের ছেলে আপেল (২৩), পত্নীতলা ঘোষনগড় এলাকার জয়নালের ছেলে মিলন (২৬), পবা তেঁতুলিয়ার আইয়ুব আলীর ছেলে আব্বাস আলী (৪২), নাচোল মুরাদপুরের মোজাম্মেলের ছেলে তোরাব আলী (২৭), মোহনপুরের হাতেমের ছেলে হাসান (২২), তানোর বলদিপাড়ার শহিদুল ইসলামের ছেলে ফরিদ উজ্জামান মিঠু (২১) ও গঙ্গারামপুরের কফিল উদ্দীনের ছেলে কামাল উদ্দীন (২০)। এলাকাবাসীর অভিযোগ সাধারণ মানুষের সঙ্গে মেলার নাম করে লটারির টিকিট বিক্রি করে প্রতারণা করছিলেন তারা। প্রত্যেকটি টিকিট ২০ টাকা মূল্যে বিক্রি করছিল চক্রটি। র‌্যাফেল ড্র প্রতিদিন রাতে অনুষ্ঠিত হতো। নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, নাচোল থানা এলাকায় অবৈধভাবে লটারির টিকিট বিক্রির অভিযোগে ১৩ জনকে লটারির টিকিট, টিকিট রাখা স্টিলের পাত্রসহ গ্রেপ্তার করা হয়।
সিনহাসহ ১১ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ পূর্ববর্তী

সিনহাসহ ১১ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

রাজধানী খিলক্ষেতে বন্দুকযুদ্ধ, 'মাদক ব্যবসায়ী' নিহত পরবর্তী

রাজধানী খিলক্ষেতে বন্দুকযুদ্ধ, 'মাদক ব্যবসায়ী' নিহত

কমেন্ট