লবণের বেশি নিলেই ব্যবস্থা: কলমাকান্দার ইউএনও

লবণের বেশি নিলেই ব্যবস্থা: কলমাকান্দার ইউএনও

নেত্রকোনার কলমাকান্দায় খুচরা ও পাইকারি বাজারে লবণের দাম বেড়েছে বলে গুজব সৃষ্টি হয়েছে। এ গুজবে কান না দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। তিনি বলেছেন, প্রচুর পরিমাণে লবণ মজুদ আছে। দাম বাড়ার কোনো কারণ নেই। গুজব ছড়িয়ে যারা বেশি দামে লবণ বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এদিকে লবণের দাম বৃদ্ধির গুজবে ক্রেতারা উপজেলা সদরের বিভিন্ন দোকানে আগেভাগে লবণ ক্রয় করতে ভিড় জমিয়েছেন। উপজেলার ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে প্রচুর পরিমাণে লবণ মজুদ রয়েছে। লবণের দাম বৃদ্ধির কোনো কারণ নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর থেকে উপজেলার প্রায় সবকটি গ্রামেই লবণ কেনার জন্য অস্থিরতা শুরু হয়। মানুষের মুখে মুখে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব হয়ে যায় লবণের দাম বৃদ্ধির খবর। এরই প্রভাবে লবণের দাম ৩০ টাকা থেকে ৪০ টাকা ৫০ টাকা হয়ে তা ৭০ টাকায় পৌঁছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত শ্রমজীবীসহ বিভিন্ন পেশার লোকজন ৫ থেকে ১০ কেজি যার যা সামর্থ্য আছে সর্বোচ্চ কেনার চেষ্টা করেছেন। ইউএনও মো. জাকির হোসেন বলেন, লবণের মূল্য বৃদ্ধির যে গুজব সৃষ্টি হয়েছে তা সত্য নয়। জনমনে লবণের যে মূল্য বৃদ্ধির যে গুজব দেখা দিয়েছে তা দূর করতে ইতিমধ্যে মাইকিং করা হয়েছে। আর বিকালের মধ্যেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
সাইনবোর্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ পূর্ববর্তী

সাইনবোর্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাকচাপায় এক নারী নিহত পরবর্তী

ট্রাকচাপায় এক নারী নিহত

কমেন্ট