লাইফ সাপোর্টে আমজাদ হোসেন

লাইফ সাপোর্টে আমজাদ হোসেন

লাইফ সাপোর্টে রাখা হয়েছে গুণী চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা আমজাদ হোসেনকে। নগরীর তেজগাঁওয়ে অবস্থিত ইমপার্লস হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি রয়েছেন তিনি। আজ (রবিবার) ভোরবেলা স্ট্রোক করেন তিনি। তারপর সকাল সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। বিশিষ্ট অভিনেতা, লেখক, চলচ্চিত্রকার আমজাদ হোসেন। ১৯৬১ সালে ‘হারানো দিন’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি। এর মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন। পরবর্তীতে চিত্রনাট্য রচনা ও পরিচালনায় মনোনিবেশ করেন। ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ সিনেমা নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। এরপর ‘নয়নমনি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘ভাত দে’ সিনেমা নির্মাণ করে প্রশংসা কুড়ান। ১৯৭৬ সালে ‘নয়নমনি’ সিনেমার জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তারপর ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘ভাত দে’, ‘জয়যাত্রা’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন আমজাদ হোসেন।
পাকিস্তানের পতাকা ওড়ানো নিয়ে তোপের মুখে সালমান পূর্ববর্তী

পাকিস্তানের পতাকা ওড়ানো নিয়ে তোপের মুখে সালমান

প্রথম সন্তানের মা হলেন নেহা পরবর্তী

প্রথম সন্তানের মা হলেন নেহা

কমেন্ট