লাগামহীন 'অশ্লীলতা' : বন্ধের মুখে 'কফি উইথ করণ'!

লাগামহীন 'অশ্লীলতা' : বন্ধের মুখে 'কফি উইথ করণ'!

অদূর ভবিষ্যতেই হয়তো বন্ধ হয়ে যেতে পারে জনপ্রিয় টিভি শো 'কফি উইথ করণ'! বলিউড এবং ক্রিকেট জগতের তারকারদের হাঁড়ির খবর বের করতে আনতে জুড়ি নেই শোটির উপস্থাপক করণ জোহরের। বহু অজানা তথ্য এই শোয়ের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। কিন্তু বহু জনপ্রিয় এই প্রোগ্রামটির ভবিষ্যতের ওপর কালো ছায়া নেমে এল। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অচিরেই হয়তো এই টিভি শো বন্ধ হয়ে যেতে পারে! সম্প্রতি ওই শো তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া এবং লোকেশ রাহুল। সেখানে দুজনেই নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। শো এর টিআরপি ঠিক রাখতে তাদের সেই মন্তব্য সম্পাদনা না করেই দেখানো হয়। ফলে সমালোচনার ঝড় ওঠে চারদিকে। এরপর ওই দুই ক্রিকেটারকে নির্বাসনে পাঠায় ভারতীয় ক্রিকেট বোর্ড। এর জেরে এখন 'কফি উইথ করণ' নিয়েই প্রশ্ন উঠছে। ইন্ডাস্ট্রির একটা বড় অংশ মনে করে, এই শোয়ের উপস্থাপক হিসেবে বিষয়বস্তু বা সম্পাদনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি মতামত থাকে করণের। তিনি কেন এই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে যত্নবান নন, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ বা করণ জোহর, কেউই মুখ খোলেননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, 'এটা করণের শো। কী দেখানো হচ্ছে তার ওপর ওর কন্ট্রোল থাকা উচিত। যদি কোনো অতিথি মুখ ফসকে কিছু বলেও থাকেন, উপস্থাপক হিসেবে কোথায় শেষ করতে হবে তা বোঝা উচিত ছিল করণের।'
প্লাস্টিককে ফ্যান্টাস্টিক করতে চান অজয়-কাজল পূর্ববর্তী

প্লাস্টিককে ফ্যান্টাস্টিক করতে চান অজয়-কাজল

সারার সঙ্গে কফি ডেটে প্রস্তুত কার্তিক পরবর্তী

সারার সঙ্গে কফি ডেটে প্রস্তুত কার্তিক

কমেন্ট