লালযাত্রার ছন্দপতন, আয়োজন বাতিল

লালযাত্রার ছন্দপতন, আয়োজন বাতিল

২৫ মার্চের ভয়াল কাল রাতকে স্মরণ করে দীর্ঘ দিন ধরে ‘লাল যাত্রা’-এর আয়োজন করে আসছে দেশের অন্যতম নাট্য সংগঠন ‘প্রাচ্যনাট’। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার এ আয়োজন বাতিল করেছে দলটি। ফলে এক দশকের এই পথচলায় প্রথমবার ছন্দপতন হলো। প্রাচ্যনাটের মুখ্য সম্পাদক তৌফিকুল ইমন বলেন—প্রাচ্যনাট গত দশ বছর ধরে ২৫ মার্চের ভয়াল কাল রাত্রি স্মরণে বিশেষ আয়োজন ‘লালযাত্রা’ পালন করে আসছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে আমরা কোথাও জনসমাগম করছি না। ফলে এ বছরের লালযাত্রা আয়োজিত হচ্ছে না। সকলের সচেতনতা ও সুস্থতা কামনা করছি। ২৫ মার্চ বিকালে প্রাচ্যনাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি) থেকে একটি ইম্প্রোভাইজেশনের মধ্য দিয়ে সবান্ধব হেঁটে যায় স্মৃতি চিরন্তন চত্বর (ফুলার রোড সড়কদ্বীপ) পর্যন্ত। এ সময় গাওয়া হয় ‘ধন ধান্য পুষ্প ভরা’সহ একাধিক দেশের গান। গত ১০ বছর নিয়মিতভাবে ‘লাল যাত্রা’-এর মাধ্যমে শহীদদের স্মরণ করেছে প্রাচ্যনাট।
‘নিজে থেকে কাজ চাওয়া আমার দ্বারা হবে না’ পূর্ববর্তী

‘নিজে থেকে কাজ চাওয়া আমার দ্বারা হবে না’

ইতালির জন্য কান্না কারিনার পরবর্তী

ইতালির জন্য কান্না কারিনার

কমেন্ট