শঙ্কামুক্ত মাশরাফি, রুবেলকে নিয়ে দুশ্চিন্তা

শঙ্কামুক্ত মাশরাফি, রুবেলকে নিয়ে দুশ্চিন্তা

ত্রিদেশীয় সিরিজের আগে টাইগার শিবিরে হানা দিয়েছে ইনজুরি। বুধবার মাশরাফিকে নিয়ে দুশ্চিন্তা কেটে গেলেও শঙ্কা থেকে গেল রুবেলকে ঘিরে। মঙ্গলবার অনুশীলনে বাঁ-হাতের বুড়ো আঙ্গুলে চোট পান পেসার রুবেল। এদিকে ইমরুল কায়েসের আঙুলের ব্যথাও এখনও পুরোপুরি কমেনি। জানা গেছে, বুধবার আঙ্গুলের এক্স-রে করিয়েছেন রুবেল। রিপোর্ট দেখা গেছে, বুড়ো আঙ্গুলের একটি অংশের হাড় থেঁতলে গেছে তার। চিড় আছে কিনা সেটি সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে বিসিবির চিকিৎসক দেবাশীস চৌধুরী জানিয়েছেন, বৃহস্পতিবার দ্বিতীয় দফায় রিপোর্ট পর্যালোচনা করে জানাতে পারবেন বিস্তারিত অবস্থা। এসময় তিনি আরও জানান, ডানহাতি পেসার হওয়ায় বোলিংয়ে জন্য রুবেলের কোন সমস্যা নেই। তবে ব্যাট ধরতে সমস্যা হতে পারে। এদিকে, বলের আঘাতে আঙুলে সূক্ষ্ম চিড় ধরেছিল ইমরুল কায়েসের। বুধবার অনুশীলন ম্যাচে ব্যাটিংয়ে না নামলেও নেটে ব্যাটিংয়ের পর ঘাসের উপর হালকা অনুশীলন করেছেন এ বাঁহাতি ব্যাটসম্যান। বিসিবি চিকিৎসক জানিয়েছেন, ইমরুলের ব্যথা ধীরে ধীরে কমে আসবে।
মেসির জাদুকরী নৈপুণ্যে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা পূর্ববর্তী

মেসির জাদুকরী নৈপুণ্যে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

পারল না রিয়াল! পরবর্তী

পারল না রিয়াল!

কমেন্ট