শঙ্কা কাটিয়ে সোমবার ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন মাশরাফি

শঙ্কা কাটিয়ে সোমবার ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন মাশরাফি

মাশরাফি বিন মুর্তজার স্ত্রী সুমনা হক সুমি অসুস্থ ছিলেন বেশ কিছুদিন ধরেই। বেশ বাজে ধরনের একটি ব্যাকটেরিয়ার সংক্রমণ ধরা পড়ে রক্তে। হাসপাতালে দীর্ঘদিন চলেছে তার চিকিৎসা। পুরোটা সময় স্ত্রীর পাশেই ছিলেন মাশরাফি। স্ত্রীর অসুস্থতায় মাশরাফি ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয় শঙ্কা। রোববার সেই শঙ্কা দূর হয়। মাশরাফির স্ত্রীর শারীরিক অবস্থা এখন অনেকটা স্থিতিশীল। পরিবার থেকে ভরসা পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। সোমবার রাতেই ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জের বিমান ধরবেন মাশরাফি। যুক্তরাষ্ট্র হয়ে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছবেন আগামী বুধবার। ২২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুটি ওয়ানডে হবে ২৬ ও ২৮ জুলাই। এর আগে ১৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজ বোর্ড একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়া মোসাদ্দেক, মুস্তাফিজ, আবু হায়দার, নাজমুল হাসান অপুরা এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। টেস্ট সিরিজ খুব বাজেভাবে হেরেছে বাংলাদেশ। মাশরাফির নেতৃত্বে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।
নতুন দায়িত্বে ম্যারাডোনা পূর্ববর্তী

নতুন দায়িত্বে ম্যারাডোনা

রিয়াল মাদ্রিদ ছাড়ার কারণ জানালেন রোনালদো পরবর্তী

রিয়াল মাদ্রিদ ছাড়ার কারণ জানালেন রোনালদো

কমেন্ট