শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গার হাতে রোহিঙ্গা খুন

শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গার হাতে রোহিঙ্গা খুন

কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে এক রোহিঙ্গার ছুরিকাঘাতে নিহত হয়েছে অপর এক রোহিঙ্গা। গতকাল রবিবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে ক্যাম্পের ২ নম্বর স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা যুবকের নাম রহিম উল্লাহ। তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের 'ডি' ব্লকের বাসিন্দা আবদুস সালামের ছেলে। ক্যাম্পের বাসিন্দারা জানান, রাতে রহিমের সঙ্গে একই ক্যাম্পের বাসিন্দা শহীদুল্লাহসহ কয়েকজনের কোনো বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রহিমকে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ক্যাম্পের লোকজন এগিয়ে এসে রহিমকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এনজিও পরিচালনাধীন একটি হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১১টার দিকে মারা যান রহিম। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, তাঁরা হত্যাকাণ্ডের কথা শুনেছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৯৯ ডেঙ্গুরোগী ভর্তি পূর্ববর্তী

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৯৯ ডেঙ্গুরোগী ভর্তি

ডিসির উদাহরণ সৃষ্টির মতো শাস্তি হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী পরবর্তী

ডিসির উদাহরণ সৃষ্টির মতো শাস্তি হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কমেন্ট