শাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৫

শাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৫

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভর্তি হতে আসা পাঁচ শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে উত্তীর্ণ হওয়ার অভিযোগে আটক করা হয়েছে। তাদের সহযোগিতা করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকেও আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন। তাদের কাছ থেকে মোবাইল ফোনের সিম লাগিয়ে হেডফোন দিয়ে বাইরে কথা বলার ডিভাইস উদ্ধার করা হয়। প্রক্টর জহীর উদ্দিন আহমেদ এ বিষয়ে গণমাধ্যমকে জানান, মঙ্গলবার ‘বি-১’ ইউনিটের বিজ্ঞান শাখায় ভর্তি হতে এলে ওই শিক্ষার্থীদের আটক করে পুলিশে দেওয়া হয়। এরা হলেন- বগুড়া জেলার বৃন্দাবন পাড়ার আরিফ খান রাফি, শাহজানপুর উপজেলার মাঝিরা গ্রামের শাকিদুল ইসলাম, রহিমাবাদ গ্রামের আবিদ মুর্শেদ, বটতলার জাহিদ হাসান এবং রংপুর জেলার পাকমোড়ের রিয়াদুল জান্নাত। জলিয়াতিতে সহযোগিতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র সামিউল ইসলাম কৌশিককেও আটক করা হয়েছে। আটকরা বগুড়াকেন্দ্রিক একটি চক্রের সঙ্গে ৫/৭ লাখ টাকার চুক্তি করে জালিয়াতির মাধ্যমে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানান প্রক্টর।
যৌন নিপীড়নের অভিযোগে নেপালি শিক্ষার্থীদের মানববন্ধন পূর্ববর্তী

যৌন নিপীড়নের অভিযোগে নেপালি শিক্ষার্থীদের মানববন্ধন

জাবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের বিকাল ৪ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ পরবর্তী

জাবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের বিকাল ৪ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

কমেন্ট