‘শাস্ত্রীকে কোচিংয়ে নয়, ধারাভাষ্যেই মানায়’

‘শাস্ত্রীকে কোচিংয়ে নয়, ধারাভাষ্যেই মানায়’

আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছে ভারত এবং চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। কিন্তু সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে বসে ভারত। ফলে অধিনায়ক বিরাট কোহলি ভক্তদের কাছে হয়েছেন বিতর্কিত। এমনকি ভারত জাতীয় ক্রিকেট দল হেরে যাওয়ার পরও দলের সাফাই গাইছিলেন কোচ রবি শাস্ত্রী। তাই চক্ষুশূল হয়েছেন তিনিও। ভক্তরা তো বটেই, রবি শাস্ত্রীকে এবার এক হাত নিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার চেতন চৌহানও। সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও বীরেন্দর শেবাগের পর শাস্ত্রীর পদত্যাগ চাইছেন চেতন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া সফরের আগেই শাস্ত্রীকে প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া উচিত। তিনি ভালো ধারাভাষ্যকার এবং তাঁর সেখানেই ফিরে যাওয়া উচিত।’ বিরাট কোহলির নেতৃত্বে সফরকারী ভারতীয় দলকে বিশ্বের সবচেয়ে ভালো দল বলায় শাস্ত্রীর সমালোচনা করেছেন সাবেক ভারতীয় টেস্ট ওপেনার চেতন। তিনি বলেন, ‘ভারতের আরো ভালো খেলা উচিত ছিল। দুই দলই সমান খেলেছে। তবে ইংল্যান্ডের নিচের দিকের ব্যাটসম্যানদের আটকাতে ব্যর্থ হয়েছে ভারত। আমি শাস্ত্রীর বক্তব্য বিশ্বাস করি না। ১৯৮০ সালের সফরকারী ভারতীয় দল বিশ্বসেরা ছিল।’ ১৬ আগস্ট ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে জয়লাভের পরই শাস্ত্রী বর্তমান সফরকারী ভারত দলকে বিশ্বসেরা অ্যাখ্যা দেন। দুবাইয়ে চলমান এশিয়া কাপে ভারতের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে চেতন ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের কম্বিনেশনের কারণে এশিয়া কাপে ভারতের সাফল্যে বিশ্বাসী তিনি। ১৯৬৯ সালে মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে চেতন চৌহানের টেস্ট অভিষেক হয়। ১৯৮১ সালে অকল্যান্ডে একই দলের বিপক্ষে তিনি বিদায়ী টেস্ট খেলেন। মোট ৪০ টেস্টে তিনি দুই হাজার ৮৪ রান করেন। এ ছাড়াও মাত্র সাতটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেন তিনি। চেতন বর্তমানে ভারতের উত্তর প্রদেশের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ মহারণ পূর্ববর্তী

শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ মহারণ

পাকিস্তানের পেসারদের সামলাতে বাঁহাতি থ্রো ডাউন বিশেষজ্ঞ আনল ভারত পরবর্তী

পাকিস্তানের পেসারদের সামলাতে বাঁহাতি থ্রো ডাউন বিশেষজ্ঞ আনল ভারত

কমেন্ট