শাহজালালে বিদেশি সিগারেট জব্দ

শাহজালালে বিদেশি সিগারেট জব্দ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুমোদনহীন ১৬ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। আজ বুধবার শাহজালালের জিপিও সর্টিং অফিসে অভিযান চালিয়ে ৮০টি কার্টনে ওই সিগারেট পাওয়া যায়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই শুল্ক গোয়েন্দারা জিপিও সর্টিং অফিসে বিশেষ নজরদারি বজায় রাখে। পরবর্তীতে সকাল ১১টার দিকে স্ক্যানিং করে ওই সিগারেটগুলো পাওয়া যায়। এসময় বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কার্টন খুলে ১৬ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। জব্দ ওই সিগারেটের ৮০টি কার্টনেই মোন্ড ব্র্যান্ডের লোগো পাওয়া যায়। এ সিগারেটগুলো সিলেটের জিন্দাবাজারের মো. মানিক উদ্দীন নামে এক ব্যক্তির নামে দুবাই হতে এসেছে। আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুল্ক গোয়েন্দা অধিদফতর সূত্রে জানা যায়, পণ্যের শুল্ক করসহ জব্দ পণ্যের মূল্য প্রায় ৫ লাখ টাকা। ওই পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
ষোড়শ সংশোধনী : এমপি বাদলের প্রস্তাবের ওপর আলোচনায় বসছে সংসদ পূর্ববর্তী

ষোড়শ সংশোধনী : এমপি বাদলের প্রস্তাবের ওপর আলোচনায় বসছে সংসদ

দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে পরবর্তী

দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে

কমেন্ট