শিকাগোতে বিদায়ী ভাষণ দিলেন ওবামা

শিকাগোতে বিদায়ী ভাষণ দিলেন ওবামা

photo-1484104819 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা শিকাগোতে তার বিদায়ী ভাষণ দিলেন। এতে ইতিবাচক পরিবর্তনের ভিশন থেকে সরে আসেননি বলে জানিয়েছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিজ শহর শিকাগোতে বিদায়ী ভাষণ দেন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট। শহরে হলভর্তি দর্শকের সামনে ওবামা বলেন, ‘এখানে আমি শিখেছি যে পরিবর্তন তখনই হয়, যখন সাধারণ মানুষ সম্পৃক্ত হয় এবং একত্র হয়ে এর দাবি জানায়।’ ‘আপনাদের প্রেসিডেন্ট হিসেবে আট বছর দায়িত্ব পালন করার পর আমি এখনো এটা বিশ্বাস করি’, বলেন ওবামা। ‘এটা শুধু আমার বিশ্বাস নয়। এটা আমাদের আমেরিকান ধারণার প্রাণ’, যোগ করেন ওবামা। বক্তব্যের সময় সমর্থকরা ‘আই লাভ ইউ ওবামা’ বলে চিৎকার করতে থাকেন। এতে বক্তব্যের মাঝেই অনেকবার থামতে হয় ওবামাকে। ভাষণে গত আট বছরে সম্পন্ন কাজের কথা উল্লেখ করেন ওবামা। সে তালিকায় স্বাস্থ্যসেবা থেকে শুরু করে বৈবাহিক সাম্যের বিষয়গুলো উঠে এসেছে। এ সময় তিনি বলেন, তাঁর অনেক কাজ এখনো বাকি। বক্তব্যে উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, তাঁর (ট্রাম্প) কাছে ঝামেলাহীনভাবে ক্ষমতা হস্তান্তর করতে চান তিনি। ২০০৮ সালে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ওবামা। এর পর দুই মেয়াদে পার করেছেন আট বছর। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তাঁর উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প।
আফগানিস্তানে তালেবানের হামলায় নিহত ৩০ পূর্ববর্তী

আফগানিস্তানে তালেবানের হামলায় নিহত ৩০

ধূমপানের কারনে বছর মারা যাবে ৮০ লাখ মানুষ : ডব্লিউএইচও পরবর্তী

ধূমপানের কারনে বছর মারা যাবে ৮০ লাখ মানুষ : ডব্লিউএইচও

কমেন্ট