শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে

শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে

'বাজেট উল্লেখ না থাকলেও শিক্ষকদের এমপিওভুক্তি হবেই' শিক্ষামন্ত্রীর গতকালের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করে আজ আবারো অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক-কর্মচারী ফেডারেশন। আজ মঙ্গলবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এ বিষয়ে শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার সাংবাদিকদের জানান, প্রস্তাবিত বাজেটে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা নেই। আমাদের জন্য বাজেটে কোনো বরাদ্দ রাখা হয়নি। এতে আমরা হতাশ। সুনির্দিষ্ট কোনো গেজেট প্রকাশ না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এর আগে গতকাল বাজেটে উল্লেখ না থাকলেও বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তি হবেই। এ নিয়ে আন্দোলন করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী বলেছিলেন, বেসরকারি শিক্ষকদের দাবির বিষয়টি নিয়ে কাজ চলছে। আমরা আগেও বলেছি, এমপিওভুক্তি হবে। বাজেটে এ ব্যাপারে বরাদ্দ না থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের যে বরাদ্দ আছে, সেখান থেকেও এটা করা যেতে পারে। কাজেই আমি মনে করি আন্দোলনের দরকার নেই। এমপিওভুক্তি হবেই।
'খালেদা জিয়া যদি চান সিএমএইচে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করিয়ে দিতে পারি' পূর্ববর্তী

'খালেদা জিয়া যদি চান সিএমএইচে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করিয়ে দিতে পারি'

আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পরবর্তী

আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

কমেন্ট